প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৪
স্পোর্টস ডেস্ক : জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আসন্ন এ বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মুশতাক আহমেদকে।
পাকিস্তানের ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন মুশতাক আহমেদ। দেশের হয়ে ১৪৪ ওয়ানডে খেলে ১৬১ উইকেট শিকার করেছেন। আর ৫২ টেস্টে শিকার করেন ১৮৫ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেট শেষে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করেছেন মুশতাক। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০৯ ম্যাচ খেলে তার শিকার ১৪০৭ উইকেট। ইনিংসে চার উইকেট নিয়েছেন ১০৪ বার, ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৩২ বার।
ক্রিকেট থেকে অবসরে কোচিং পেশায় জড়িয়েও সফল মুশতাক। ২০০৮ সালে ইংল্যান্ডের স্পিন বোলিং কোচের দায়িত্ব নেওয়ার পর ৬ বছর সেই দায়িত্ব পালন করেন। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। পাকিস্তানের বোলিং পরামর্শকও ছিলেন ৫৩ বছর বয়সি এই সাবেক তারকা।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest