প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : এবারের অমর একুশে মেলায় এসেছে রীতা রায় মিঠুর গল্পের বই ‘সঙ-সারের গল্প’। বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশনী। বিভিন্ন সময়ে লেখা জীবন নির্ভর কয়েকটি গল্পের সংকলন হচ্ছে সঙ-সারের গল্প। এর আগে ২০২০ সালের বইমেলায় অনুপ্রাণন থেকে প্রকাশিত হয়া শৈশবে দেখা মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে লেখা ‘চোখ যায় যদ্দুর’!।
রীতা রায় মিঠু মূলত লেখক। তিনি প্রতিনিয়িত সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন। সমাজের অসঙ্গতি তুলে ধরেন। এক সময় জাতীয় দৈনিকে লেখতেন। বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমন করেছেন। ভ্রমণ কাহিনি লিখেছেন অনেক।
লেখার বিষয়ে তিনি বলেন, আমার লেখার সাহিত্য মূল্য আছে কি নেই, তা জানি না। কারণ আমি সাহিত্যিক নই, গল্পকার নই। কেমিস্ট্রি পড়া মানুষ, সাহিত্য বুঝি না। কম্পিউটার টেবিলে বসলেই কিছু না কিছু লিখতে মন চায়। তাই নিজের জীবনে দেখা নানা সময়ে নানা মানুষের জীবনের গল্পগুলো সহজ সরল ভাষায় লিখি। সঙ-সারের গল্পও তেমনই এক বই, জীবন থেকে নেয়া গল্প সব।
নামাজের সময়সূচি
> ফজর- ৪:২৭ মিনিট।
> জোহর- ১১:৪৯ মিনিট।
> আসর- ৪:১৩ মিনিট।
> মাগরিব- ৬:0৩ মিনিট।
> ইশা- ৭:০৬ মিনিট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest