প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৩
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরের নিলাম চলছে। লাহোরের ক্রিকেট একাডেমিতে হওয়া নিলামে সর্বোচ্চ প্ল্যাটিনাম ক্যাটাগরি থেকে ফখর জামানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান রিশি ভেন দার ডুসেনকেও নিয়েছে লাহোর।
পাকিস্তান দলে সাবেক হয়ে যাওয়া তারকা পেসার মোহাম্মদ আমিরকে দলে নিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। প্ল্যাটিনাম ক্যাটাগরি থেকে দলটি আরও নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসার শেরেফানি রাদার ফোর্ডকে।
ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কায়রন পোলার্ড ও পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকেও প্ল্যাটিনাম ক্যাটাগরি থেকে দলে নিয়েছে করাচি কিংস।
প্ল্যাটিনাম ক্যাটাগরিতে থাকা ইংলিশ তারকা পেসার ডেভিড উইলিকে দলে নিয়েছে মুলতান সুলতান্স।
টি-টোয়েন্টি এই টুর্নামেন্টে ৬টি ফ্র্যাঞ্চাইজি ৩৪টি ম্যাচে অংশ নিবে। আগামী ১৩ ফেব্রুয়ারি পিএসএল শুরু হয়ে ১৮ মার্চ ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে।
নিলামে থাকা ক্রিকেটারদের ৫টি ক্যাটাগরীতে রাখা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরী হলো প্ল্যাটিনাম। এরপর ডায়মন্ড, গোল্ড, সিলভার এবং উদীয়মান।
প্ল্যাটিনাম ক্যাটাগরির ভিত্তি মূল্য- ১ লাখ ৪৮ হাজার ৬৬ ডলার। ডায়মন্ড ক্যাটাগরির ভিত্তি মূল্য- ৫২ হাজার ৪৩৩ ডলার। গোল্ড ক্যাটাগরির ভিত্তি মূল্য- ৩৭ হাজার ৪৫২ ডলার। সিলভার ক্যাটাগরির ভিত্তি মূল্য- ১৮ হাজার ৭২৬ ডলাল। উদীয়মান ক্যাটাগরির ভিত্তি মূল্য- ৭ হাজার ৪৯০ ডলার।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest