” বধির “

প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩

” বধির “

সুরাইয়া পারভীন লিলি

 

 

জন্মের পর শোনেনি যে
পৃথিবীর কোন শব্দ,
বলতে পারেনি মনের কথা
থেকেছে স্তব্ধ।

 

 

দিন চলে যেতো মাস চলে যেতো
মা বলতো ভালোবেসে,
ঘর আলো করেছে আমাদের- সন্তান
বলবে সে কথা হেসে।

 

 

এমনি ভাবে এক দুই তিন
চলে গেলো দিন —
গেলো চার পাঁচ বছর,
বাবা ডেকে বলে কেন কাঁদছো তুমি কেন হয়েছো নাছোড়?

 

 

বাবার হাতের স্পর্শে সন্তান
পেলো যেন ফিরে হুশ,
বুকে জড়িয়ে ধরে বলল মগো
কাঁদছো কেন —
এতে তোমার তো নাই কোন – দোষ ।

 

 

সৃ‌ষ্টিকর্তা সৃষ্টি করেছেন তোমাকে
দেননি মুখে কথা,
তাই বুঝি তোমার বুকে জমে আছে
অনেক কষ্ট আর ব্যাথা।

 

 

সন্তানের মাথা বুকে চেপে ধরে
বাবা ডাকছেন স্বজোরে,
ওগো শুনছো? শুনছো তুমি
আমাদের সন্তানের করাবো অপারেশন,
আগামী কাল ভোরে।

 

 

ওসমানী মেডিকেল হয় চিকিৎসা
বোবা বধির রোগী,
এমন কথা কেউ বলেছে?
শুনেছো কোন যুগে!

 

 

অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে
করেন অপারেশন,
বোবা বধির সন্তানদের বলান কথা
প্রফেসর ডাঃ নুরুল হুদা নাঈম
তাঁদেরই একজন।

 

 

আর নয় কো চিন্তা কোন
বোবা কালা সন্তানদের নিয়ে,
ওসমানী মেডিকেলে করাও অপারেশন
প্রফেসর ডাঃ নুরুল হুদা নাঈমের হাত দিয়ে।

 

 

রবে না কষ্ট বলবে কথা
সন্তান এসে ঘরে,
ওসমানী মেডিকেলের কথা ভুলো না কিন্তু
মনে ও রেখো পরে।

 

 

লেখিকা-কবি,সাহিত্যিক ও নার্সিং অফিসার,সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।

নামাজের সময়সূচী সেপ্টেম্বর মাস-২০২৪

নামাজের সময়সূচি
> ফজর- ৪:২৭ মিনিট।
> জোহর- ১১:৪৯ মিনিট।
> আসর- ৪:১৩ মিনিট।
> মাগরিব- ৬:0৩ মিনিট।
> ইশা- ৭:০৬ মিনিট।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন