প্রকাশিত: ৪:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২৩
স্পোর্টস ডেস্ক : মেহেদী হাসান মিরাজ বেশ কয়েকবারই হেসে হেসে উত্তর দিলেন সংবাদ সম্মেলনে। তার উত্তর সহজ-সরল, কখনো আবার পথ হারা।
বাংলাদেশ দলের এখন বিপর্যস্ত অবস্থা। সাত ম্যাচের কেবল একটিতে জিতেছে তারা।
এখন আর দুটি ম্যাচ বাকি। তাতে বাংলাদেশের প্রাপ্তির সুযোগ খুব কম। বিশ্বকাপে সেরা আটে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্নও এখনও ফিকে। দুই ম্যাচে হারাতে হবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে। এরপরও তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকে। শেষ অবধি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না পারলে সেটা দেশের জন্য কত বড় বিপর্যয় হবে?
উত্তরে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমাদের কিন্তু ভাগ্যটাও কাজ করছে না। আমরা চেষ্টা করছি। সবাই ভালো খেলার চেষ্টা করছে। কেউ তো খারাপ খেলতে চায় না। দিনশেষে আমরা সবাই চেষ্টা করছি। কিন্তু একটা জিনিস দেখেন অনেকসময় লাক ফেভার করছে না। ’
‘আমরা ব্যাটসম্যানরা যেখানে খেলছি, সেখানে হাতে চলে যাচ্ছে বল। ক্যাচ হচ্ছে অথবা ফিল্ডিং করছে। বোলিং যখন করছি কিছু না কিছু হচ্ছে। এরকম তো কখনোই হয়নি, বিগত তিন বছর ধরে ওয়ানডে আমরা খেলছি। কিন্তু আমার মনে হয় লাকটা একটু কম কাজ করছে। কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশ আবার কামব্যাক করবে। ’
দলের অবস্থা এখন কেমন এ নিয়ে জানতে চাইলে মিরাজ বলেন, ‘হারলে তো সবারই খারাপ লাগে। কিন্তু দিনশেষে ক্রিকেট খেলায় হার জিত থাকবে এটা মেনে নিতে হবে। তারপরও বিশ্বকাপে আমাদের দুটি ম্যাচ আছে, ওগুলোতে ওভাবেই প্রস্তুতি নেবো। ’
সাত বছরের বেশি সময়ের ক্যারিয়ার মেহেদী হাসান মিরাজের। বেশ কিছু আইসিসি ইভেন্টেই অংশ নিয়েছেন তিনি। খেলেছেন সবশেষ বিশ্বকাপেও। এমন খারাপ অবস্থা কী দলের ভেতর কখনো দেখেছেন? এমন প্রশ্ন করা হয়েছিল পাকিস্তান ম্যাচের পরের সংবাদ সম্মেলনে।
উত্তরে মিরাজ বলেন, ‘এরকম কখনই হয়নি। আমাদের ভাগ্য সহায় হচ্ছে না। সবাই চেষ্টা করছে কিন্তু। প্র্যাকটিস করছি, পরিকল্পনা করছি। কিন্তু ভাগ্য না থাকলে সফল হবেন না। দিনশেষে আল্লাহর রহমত দরকার, ভাগ্য দরকার। বিশ্বাস করি এটা বেশি দিন যাবে না, আমরা কামব্যাক করব। ’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest