প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২
নিউজ ডেস্ক : বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের সিলেট বিভাগের তিন দিন ব্যাপী মূকাভিনয় কর্মশালা বুধবার (৩১ আগস্ট) সিলেটের সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষ সারদা হলে সনদ প্রদানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। সমাপনী আয়োজনে সভাপতিত্ব করেন মাইম আইকন কাজী মশহুরুল হুদা। অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য সামশুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায়ের সংগঠক আবু আজাদ ও কর্মশালার প্রধান প্রশিক্ষক রিজোয়ান রাজন। স্বাগত বক্তব্য দেন কর্মশালা সমন্বয়কারী ধ্রুব জ্যোতি দে।
সিলেট বিভাগের ছয়টি নাট্যদলের ২২ জন এ কর্মশালায় অংশ নেন। কর্মশালায় অন্যদের মধ্যে কবি শাহেদ কায়েস ও মুক্তা ঠাকুর স্ব স্ব বিষয়ে প্রশিক্ষণ দেন। বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র ইতিমধ্যে ঢাকায় পাঁচ দিনের একটি জাতীয় পর্যায়ের কর্মশালা সম্পন্ন করেছে। এ ধরনের কর্মশালা দেশব্যাপী চলমান থাকবে।
বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের ডিরেক্টর জেনারেল কাজী মশহুরুল হুদা বলেন, ‘একটি দেশের সাংস্কৃতিক ধারাবাহিকতায় সেই দেশের সংস্কৃতির রূপরেখা তৈরি হয়। কিন্তু নানা সীমাবদ্ধতায় বাঙলা মূকাভিনয় বিকশিত হয় নাই। আমরা সে লক্ষ্যেই বাংলাদেশের মূকাভিনয় বিনির্মাণের পদ্ধতিগত প্রশিক্ষণ দিচ্ছি।’
নামাজের সময়সূচি
> ফজর- ৪:২৭ মিনিট।
> জোহর- ১১:৪৯ মিনিট।
> আসর- ৪:১৩ মিনিট।
> মাগরিব- ৬:0৩ মিনিট।
> ইশা- ৭:০৬ মিনিট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest