বাস-মোটরসাইকেল সং ঘ র্ষে প্রাণ গেল বাবা ও মেয়ের

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৫

বাস-মোটরসাইকেল সং ঘ র্ষে প্রাণ গেল বাবা ও মেয়ের

2

নিউজ ডেস্ক : যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) বিকেলে এ দুঘর্টনা ঘটে।

5

 

নিহতরা হলেন খুলনা মজগুন্নী গ্রামের রুবেল হোসেন (৩২) ও তার মেয়ে ঐশি (১০)।

 

3

আহতরা হলেন খুলনা মজগুন্নী গ্রামের রুবেল হোসেন স্ত্রী জেসমিন (২৮), রুবেলের ছোট কন্যা তায়েবা (৪) ও পথচারী সদর উপজেলার কৃষ্ণবাটি ওসমান (১৯)।

2

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে রুবেল তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে মোটরসাইকেলে খুলনার মজগুন্নীতে ফিরছিলেন। পথে যশোরের পুলেরহাট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা লোকাল বাস তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রুবেল ও তার মেয়ে ঐশি বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন জেসমিন ও ছোট মেয়ে তায়েবা। বাসটি দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে পথচারী ওসমানকে (১৯) ধাক্কা দেয়, তিনিও গুরুতর আহত হন।

1

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাসনাত জানিয়েছেন, দুর্ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8