২৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়লো নিউ জিল্যান্ড

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৩

২৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়লো নিউ জিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : মানকাড আউট করেও ডেকে নিয়ে অনন্য নজির স্থাপন করলো বাংলাদেশ । নন-স্ট্রাইক প্রান্তে এসেই হাসানকে জড়িয়ে ধরেন সোধী। মিনিট খানেক আগে তাকে মানকাড আউট করেছিলেন এই হাসানই। বল ছোঁড়ার আগে ক্রিজে ছাড়ায় হাসান উইকেট ভেঙে দেন। আম্পায়ারের কাছে আবেদন করেন আউটের। টিভে রিপ্লেতে দেখা যায় আউট। আম্পায়ার সিদ্ধান্ত জানিয়ে দেন। হতভম্ব জেমিসন ড্রেসিং রুমের দিকে হাঁটছিলেন। অন্যদিক থেকে আসছিলেন নতুন ব্যাটার। তখনি অধিনায়ক লিটন ও হাসান এটিকে নট আউট মেনে নিয়ে সোধীকে ফিরে আসার সংকেত দেন। আত্মহারা সোধী এসে জড়িয়ে ধরেন হাসানকে। ১৭ রানে বেঁচে যান সোধী।

 

মাহেদীর দ্বিতীয় শিকার জেমিসন

 

শেখ মাহেদীর আউট সাইড অফের বলে উড়িয়ে মারতে চেয়েছিলেন জেমিসন। ব্যাটে-বলে ঠিক মতো সংযোগ হয়নি। বল উঠে যায় আকাশে। বোলিং প্রান্তে নিজেই ক্যাচ ধরেন মাহেদী। এটি তার দ্বিতীয় শিকার। ক্রিজে ইশ সোধীর সঙ্গী অধিনায়ক লকি ফার্গুসন।

 

নিউ জিল্যান্ডের দুইশ পার, ব্যথা পেয়ে মাঠ ছাড়লেন মোস্তাফিজ

 

নাসুমকে লং অনে সোধীর দারুণ ছয়ের পর মোস্তাফিজকে চার মেরে নিউ জিল্যান্ডের স্কোর ২০০ পার করেন জেমিসন। ৪১.২ ওভারে দুইশ রানের দেখা পায় কিউইরা। নাসুমের করা পরের ওভারে শর্ট ফাইন লেগে চার বাঁচাতে গিয়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন মোস্তাফিজ। ফ্লিক করতে চেয়েছিলেন জেমিসন, কিন্তু এজ হয়। মোস্তাফিজ ডাইব দিয়েছিলেন, তবে কাজ হয়নি। এরপর ফিজিও এসে তাকে নিয়ে যান ড্রেসিংরুমে। বদলি ফিল্ডার হিসেবে ক্রিজে আসেন এনামুল হক বিজয়।

 

উইকেটের দেখা পেলেন নাসুম

 

নাসুমের লেন্থ বল পিচ করে মিডল স্ট্যাম্পে। ব্যাকফুটে গিয়ে খেলতে চেয়েছিলেন ম্যাককনকি। কিন্তু মিস করে ফেলেন তিনি, লাগে পায়ে। জোরালো আবেদনে আম্পায়ার সাড়া দেন। কিন্তু রিভিউ নেন ম্যাককনকি। তবে লাভ হয়নি। ২ চারে ৩৩ বলে ২০ রান করেন ম্যাককনকি। ক্রিজে সোধীর সঙ্গী জেমিসন।

 

হাসানের ইয়র্কারে বোল্ড ব্লান্ডেল

 

ফিফটি করে এক প্রান্ত থেকে একাই রানের চাকা সচল রাখছিলেন ব্লান্ডেল। তাকে থামানো যাচ্ছিল না। অবশেষে হাসান মাহমুদের ইয়র্কারে পরাস্ত হলেন তিনি। সরাসরি বোল্ড। ৬টি চার ও ১টি ছয়ে ৬৬ বলে ৬৮ রান করেন তিনি। ক্রিজে ম্যাককনকির সঙ্গী ইশ সোধী।

 

মাহেদীর ঘূর্ণিতে পরাস্ত রাচিন রবীন্দ্র

 

রাউন্ড দ্য উইকেটে এসে ড্রিফট করেছিলেন শেখ মাহেদী হাসান। রাচিন রবীন্দ্র খেলতে পারেননি, বল ব্যাট ফাঁকি দিয়ে লাগে পায়ে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। কিছুক্ষণ আলোচনা করেও রিভিউ নেননি তিনি। ১৪ বলে ১০ রান করেন তিনি। ক্রিজে ব্লান্ডেলের সঙ্গী ম্যাককনকি।

 

ব্লান্ডেলের ফিফটির পর স্বস্তি এনে দিলেন খালেদ

 

খালেদের করা ব্যাক অফ লেন্থের আউটসাইড অফের বল। ব্যাট চালিয়ে ভুল করে বসেন নিকোলস। কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে। মাত্র ১ রানের জন্য ফিফটির দেখা পাননি এই ব্যাটার। ৬টি চারে ৬১ বলে ৪৯ রান করেন তিনি। তার আউটে ভাঙে ১১১ বলে ৯৫ রানের জুটি।

 

ব্লান্ডেলের ফিফটি

 

নাসুমকে লং অনে ফ্লিক করে দউড় দিলেন ব্লান্ডেল। সিঙ্গেল নিতেই দেখা পান ক্যারিয়ারের প্রথম ফিফটির। ৫৪ বলে ৪টি চারের মারে ফিফটি করেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৩৬ রানে ৩ উইকেট হারানোর পর নিকোলসকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন ব্লান্ডেল।

 

ফিফিটির জুটিতে নিউ জিল্যান্ডের সেঞ্চুরি

 

৩৬ রানে তিন উইকেট হারানোর পর ঘুরে দাঁড়িয়েছে নিউ জিল্যান্ড। ব্লান্ডেল-নিকোলসের ফিফটির জুটিতে ইতিমধ্যে দলীয় শতক পূর্ণ করেছে কিউইরা। ৬০ বলে ফিফটির জুটি পূর্ন হয়। এরপরেই ২০.১ ওভারে দলীয় শতরানের দেখা পায় কিউইরা।

 

পাওয়ার প্লেতে দুর্দান্ত বাংলাদেশ

 

টস হেরে ফিল্ডিং করতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। পাওয়ার প্লেতে মাত্র ৪১ রান দিয়ে কিউইদের ৩ উইকেট। মোস্তাফিজ নেন ২ উইকেট আর ১ উইকেট নেন খালেদ।

 

খালেদের অভিষেক শিকার বোয়েস

 

খালেদের ব্যাক অব লেন্থের ডেলিভারি যাচ্ছিল বোয়েসের শরীরের দিকে। খেলতে গিয়ে ব্যাটে-বলে ঠিক মতো সংযোগ ঘটাতে পারেননি। বল ব্যাটে লেগে চলে যায় স্কয়ার লেগে দাঁড়ানো তাওহীদ হৃদয়ের হাতে। খালেদ পেলেন অভিষেক উইকেটের দেখা। ৩ চারে ১৯ বলে ১৪ রান করেন বোয়েস। ৩৬ রানে তৃতীয় উইকেট হারালো নিউ জিল্যান্ড। ক্রিজে নিকোলসের সঙ্গে ব্লান্ডেল।

 

আবার মোস্তাফিজের আঘাত, ফিরে গেলেন অ্যালেন

 

শুরু থেকেই বেশ মারমুখী হয়ে উঠেছিলেন ফিন অ্যালেন।মোস্তাফিজের বলে চেয়েছিলেন শট খেলতে। তবে ব্যর্থ হয়েছে সেটি। কানায় লেগে ওঠা ক্যাচটি বাঁ দিক ঝাঁপিয়ে তালুবন্দি করে নিয়েছেন সৌম্য।১৫ বলে ১২ রান করে বিদায় নেন অ্যালেন। তাতে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড।

 

ইয়ংকে শূন্যতে ফেরালেন মোস্তাফিজ

 

ইনিংসের প্রথম বলে মোস্তাফিজকে চার দিয়ে শুরু করেছিলেন ফিন অ্যালেন। ঘুরে দাঁড়াতে বেশি সময় নেননি ফিজ। নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ফেরালেন উইল ইয়ংকে। শর্ট বলে খোঁচা দিয়ে বসেন ইয়ং, ৮ বল খেলে কোনো রান করতে পারেননি। ক্রিজে অ্যালেনের সঙ্গী বোয়েস।

 

ফিল্ডিংয়ে বাংলাদেশ, খালেদের অভিষেক

 

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-নিউ জিল্যান্ড। টস জিতে ব্যাটিং নিয়েছেন কিউই অধিনায়ক লকি ফার্গুসন। ফিল্ডিং করবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় খেলাটি শুরু হবে।

 

একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। উইকেটরক্ষক নুরুল হাসান সোহান ও পেসার তানজীম হাসান সাকিবের পরিবর্তে একাদশে তানজীদ হাসান তামিম ও খালেদ আহমেদ। এই ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে পেসার খালেদ আহমেদের।

 

বাংলাদেশ একাদশ

 

তামিম ইকবাল, লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্যর সরকার, তাউহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহাদী, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।

 

খালেদের অপেক্ষা ফুরালো

 

টেস্ট অভিষেকের ৫ বছর পর ওয়ানডেতে অভিষেক হচ্ছে খালেদ আহমেদের। ১৪৬ তম ক্রিকেটার হিসেবে লাল সবুজের জার্সি গায়ে জড়িয়েছেন খালেদ। এশিয়া কাপে তানজীম হাসান সাকিবের পর এই সিরিজে দ্বিতীয় পেসার হিসেবে খালেদের অভিষেক হচ্ছে। এর আগে ১২ টেস্ট খেলে ২১ উইকেট নেন সিলেটের এই পেসার। এ ছাড়া ৪৭টি লিস্ট এ ম্যাচে ৬৪ উইকেট নিয়েছেন খালেদ।

 

নিউ জিল্যান্ডের একাদশ অপরিবর্তিত

 

ফিন অ্যালেন, উইল ইয়ং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

 

বৃষ্টির হুমকি

 

বৃষ্টির কারণে নিউ জিল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত হয় প্রথম ওয়ানডে। বল হাতে বাংলাদেশের বোলাররা নিজেদের যাচাইয়ের সুযোগ পেলেও ব্যাট হাতে ব্যাটারদের দেখার সুযোগ হয়নি। সেই বৃষ্টির হুমকির মুখে এবার দ্বিতীয় ওয়ানডেতে নামছে বাংলাদেশ।

 

চোটে তানজীম, দলে হাসান

 

তানজীম হাসান সাকিবের চোট থাকায় দলে ডাক পেয়েছেন বিশ্রামে থাকা হাসান মাহমুদ। এশিয়া কাপের পর হাসান বিশ্রামে ছিলেন। এছাড়া, আগের একাদশই নামাতে পারে টিম ম্যানেজম্যান্ট।

 

নজর থাকবে ব্যাটিংয়ে

 

প্রথম ম্যাচে বাংলাদেশ টস জিতে বোলিং নেয়। মোস্তাফিজুর রহমান পুরনো রূপে ফিরে দিয়েছেন স্বস্তি। লম্বা সময় ধরে বোলাররা পারফর্ম করে যাওয়ায় বোলিং বিভাগ নিয়ে দুশ্চিন্তা নেই। যেটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তা সেই ব্যাটিংটাই পরখ করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তাই ব্যাটিংয়ের দিকে নজর থাকবে বেশি। বৃষ্টির বাধায় কতটুকু করতে পারে এখন সেটি দেখার।

এ সংক্রান্ত আরও সংবাদ

নামাজের সময়সূচী সেপ্টেম্বর মাস-২০২৪

নামাজের সময়সূচি
> ফজর- ৪:২৭ মিনিট।
> জোহর- ১১:৪৯ মিনিট।
> আসর- ৪:১৩ মিনিট।
> মাগরিব- ৬:0৩ মিনিট।
> ইশা- ৭:০৬ মিনিট।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন