প্রকাশিত: ৬:৫০ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাহাড়ি জনপদ কর্মধা ইউনিয়নের পাহাড়ি এলাকায় আরও জঙ্গি আস্তানার সন্ধেহে অভিযানে নেমেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি)।এই অভিযানে কুলাউড়ার কর্মদা ইউনিয়নের গহীন পাহাড়ে (কালাপাহাড়) এ পাওয়া গেছে জঙ্গিদের আরেকটি নতুন আস্তানা। সেখান থেকে গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তবে সেখানে কোন জঙ্গিকে পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৭ টার দিকে আটককৃত জঙ্গিদের নিয়ে অভিযানে যায় সিসিটিসি দল। এ অভিযানে নেতৃত্বে রয়েছেন সিটিটিসি প্রধান মো.আসাদুজ্জামান। কালাপাহাড়ে মুঠোফোনের নেটওয়ার্ক দুর্বল। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে অভিযান শুরু হয়। সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান অভিযানকারী দলের নেতৃত্ব দিচ্ছেন। দলে আরও ৪০ থেকে ৫০ জন সদস্য রয়েছেন।
উল্লেখ্য সোমবার সকালে কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন ১৭ জন জঙ্গিতে আটক করেন। খবর পেয়ে থানাপুলিশ ও পরে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি) ঘটনাস্থলে আসে। সোমবার রাত সাড়ে আটটায় আটক জঙ্গিদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশী পাহারায় মৌলভীবাজার জেলা পুলিশ লাইনে নেয়া হয়।
পরে প্রেসবিফিংয়ে সাংবাদিকদের ১৭ জন জঙ্গি সদস্যদের আটকের বিষয়টি নিশ্চিত করে সিটিটিসি প্রধান মো: আসাদুজ্জামান বলেন, তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরমধ্যে একজন চিকিৎসক ও চায়নায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুজন ইঞ্জিনিয়ার রয়েছেন৷ তারা একদিনে ঘর থেকে হিজরত করতে বের হয়নি। রাত গভীর হওয়ায় পাহাড়ের নির্জন স্থানে যাওয়া সম্ভব হবেনা বিধায় মঙ্গলবার সকালে আটককৃতদের নিয়ে পাহাড়ের ভিতরে তাদের সেই আস্তানায় অভিযান পরিচালনা করা হচ্ছে। কারণ পাহাড়ের ভিতরে নির্জনস্থানে কিভাবে আস্থানা করে তারা আত্মগোপনে ছিল এবং তাদের ভবিষ্যৎ মূল পরিকল্পনা কি ছিল সেটি তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তিনি আরো বলেন, উগ্রবাদ ও জঙ্গিবাদ নির্মুলে বাংলাদেশ পুলিশ সফলতার সাথে কাজ করে যাচ্ছে। একদম নতুন একটি জঙ্গি সংগঠন মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করেছিল কিন্তু গত ৭ আগস্ট ঢাকা থেকে ১০ জন, ১২ আগস্ট কুলাউড়া থেকে ১০ জন ও ১৪ আগস্ট স্থানীয় জনগণের সহায়তায় আরো ১৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। জঙ্গি ও উগ্রবাদদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পাওয়া সময় সাপেক্ষ বিষয়।
অভিযান শেষে বিকালের দিকে মৌলভীবাজার পুলিশ লাইনে প্রেসব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest