প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৩
ক্রীড়া ডেস্ক : আজারবাইজানের বাকু শহরে অনুষ্ঠানরত বিশ্বকাপ দাবায় বাংলাদেশের তিন দাবাড়ু আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস বিদায় নিয়েছেন। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব এই রিপোর্ট লেখা পর্যন্ত লড়াই করছেন। পরের রাউন্ডে যেতে হলে তার জয়ের বিকল্প নেই।]
গতকাল (রোববার) প্রথম রাউন্ডের প্রথম খেলায় বাংলাদেশের সকলেই পরাজিত হয়েছিলেন। আজ প্রথম রাউন্ডের দ্বিতীয় গেমে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব জার্মানীর ২৬১৮ রেটিং প্রাপ্ত গ্র্যান্ড মাস্টার কোলারস ডমিট্রিজের সাথে ৫৩ চাল পর্যন্ত ড্র-য়ের অবস্থানে রয়েছেন তবে টিকে থাকতে হলে তাকে জয়ী হতে হবে।
আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (রেটিং-২৪২৮) ইতালির ২৬০৯ রেটিং প্রাপ্ত গ্র্যান্ড মাস্টার ভোকাতুরো দেনাইলর কাছে প্রথম রাউন্ডের দু’টি খেলাতেই হেরে বাদ পড়েছেন। আজ দ্বিতীয় খেলায় সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার ভোকাতুরো ডেইনয়েলর গুন্ড ফিল্ড ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ২২ চালের পর ভাল অবস্থান পেয়ে যান কিন্তু সময় সংকটে পড়ে ৩৩ চালে অবস্থান খারাপ করে ফেলেন, পরবর্তীতে ৪০ চালে হেরে যান।
ফিদে মহিলা বিশ্বকাপ দাবায় ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ০.৫-১.৫ গেম পয়েন্টের ব্যবধানে বাদ পড়েছেন। আজ প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার সককো মনিকার পেট্রোফ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৪৩ চালে ড্র করেন। প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলাতেও মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস (রেটিং-১৮১৫) ২৪১৬ রেটিং প্রাপ্ত রোমানিয়ার আন্তর্জাতিক মাস্টার ও মহিলা গ্র্যান্ড মাস্টার বুলমাগো ইরিনার কাছে পরাজিত হন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস প্রথম রাউন্ডে ০-২ গেম পয়েন্টে হেরে বাদ পড়েছেন। আজ প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস কালো ঘুঁটি নিয়ে ক্যারো-কান ডিফেন্স পদ্ধতিতে খেলে ৩২ চালের মাথায় আন্তর্জাতিক মাস্টার ও মহিলা গ্র্যান্ড মাস্টার বুলমাগো ইরিনার কাছে হেরে যান।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest