ভারতের বিপক্ষে নারীদের শক্তিশালী দল ঘোষণা

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৩

ভারতের বিপক্ষে নারীদের শক্তিশালী দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে তিন টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোনো চমক ছাড়াই দল বেছে নিয়েছেন নির্বাচকরা। ভরসা রেখেছেন তরুণ ক্রিকেটারদের ওপর।

 

ইমার্জিং এশিয়া কাপে যারা ভালো করেছিল এবং জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের নিয়ে এর আগে ২০ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। তাদের নিয়ে হয়েছিল ক্যাম্প। সেই ক্যাম্প থেকে ১৬ জনের স্কোয়াড বেছে নেওয়া হয়েছে। বাকিদের রাখা হয়েছে স্ট্যান্ডবাইতে।

 

আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের ২০২২-২০২৫ চক্রের ম্যাচ খেলতে ভারত প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে। ৬ জুলাই ভারতের মেয়েরা বাংলাদেশে পা রাখবেন।

 

৯, ১১ ও ১৩ জুলাই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডেগুলো হবে যথাক্রমে ১৬, ১৯ ও ২২ জুলাই। সবগুলি ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১১ বছর পর বাংলাদেশের মেয়েরা মিরপুরে ম্যাচ খেলতে যাচ্ছে। এজন্য বেশ রোমাঞ্চিত জ্যোতি, নাহিদারা।

 

বাংলাদেশ স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ অধিনায়ক), দিলারা আক্তার, সাথী রানি, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিশা বিশ্বাস, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, সুলতানা খাতুন, সালমা খাতুন ও ফাহিমা খাতুন।

 

স্ট্যান্ড বাই:
ফারজানা হক পিংকি, লতা মন্ডল, শারমীন আক্তার সুপ্তা ও ফারিয়া ইসলাম তৃষ্ঞা।