‘বাংলাদেশের সঙ্গে ভালো একটি লড়াই হবে’

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৩

‘বাংলাদেশের সঙ্গে ভালো একটি লড়াই হবে’

স্পোর্টস ডেস্ক : আগামীকাল বুধবার দুপুর ২টা থেকে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

 

আসন্ন এ সিরিজকে সামনে রেখে মঙ্গলবার অনুশীলন শেষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেছেন আফগানিস্তানের ওয়ানডে অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।

 

তিনি বলেন, রশিদ খান আমাদের জন্য অনেক বড় নাম। সে দলে থাকলে অধিনায়ক হিসেবে আমি আত্মবিশ্বাস পাই। একাদশে যখন রশিদের মতো ক্রিকেটার থাকে, এটি আমাকে অনেক বেশি আত্মবিশ্বাস দেয়। এটি আমাদের জন্য ইতিবাচক দিক। সে টেস্ট ম্যাচ খেলেনি। এখন সে ওয়ানডে সিরিজে আছে। আমি জানি, সে আমাদের জন্য ভালো কিছু করবে।

 

আফগানিস্তান অধিনায়ক আরও বলেন, বাংলাদেশ সবসময় নিজেদের মাঠে ভালো খেলে। ওয়ানডেতে গত কয়েক বছর ধরে তারা ভালো খেলছে। তবে আমরাও ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছি। আমরা ওয়ানডেতে গত দুই বছর ভালো খেলেছি।

 

হাশমতউল্লাহ বলেছেন, সুপার লিগ থেকে আমরা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করেছি। আমরা ৯টি ম্যাচ খেলিনি। তবু এর মধ্যেই আমরা কোয়ালিফাই করেছি। আমরা এখানে ভালো খেলতে চাই। আমার বিশ্বাস বাংলাদেশের সঙ্গে ভালো একটি লড়াই হবে।