২০৩২ ইউরোর আয়োজক হতে ইতালির প্রস্তাব

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩

২০৩২ ইউরোর আয়োজক হতে ইতালির প্রস্তাব

স্পোর্টস ডেস্ক : ২০৩২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আসর নিজেদের দেশে আয়োজন করতে চায় ইতালি। আনুষ্ঠানিকভাবে বুধবার উয়েফার কাছে প্রস্তাব দিয়েছে তারা।

 

বিষয়টি নিশ্চিত করে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।
মোট ১০টি শহরে ম্যাচগুলো আয়োজন করার পরিকল্পনা রয়েছে এফআইজিসিরি। শহরগুলো হলো: মিলান, তুরিন, ভেরোনা, জেনোয়া, বোলোনিয়া, ফ্লোরেন্স, রোম, নেপলস, বারি ও কাইয়ারি।

 

এর আগে ইতালি অবশ্য ২০২৮ ইউরো অথবা ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার পরিকল্পনা করেছিল। তবে দেশের স্টেডিয়ামগুলোর অবকাঠামে আধুনিকীকরণের জন্য সময় নিয়েছে তারা। তাই এই আসরগুলো বাদ দিয়ে সরাসরি ২০৩২ ইউরো আয়োজনের প্রস্তাব দিয়েছে।

 

এদিকে ২০২৮ কিংবা ২০৩২ ইউরো আয়োজনের জন্য প্রস্তাব দিয়েছে তুরস্কও। তাছাড়া ব্রিটেন ও আয়ারল্যান্ডও ২০২৮ ইউরো যৌথভাবে আয়োজন করতে চায়। এই ব্যাপারে উয়েফা জানায়, সামনের মাসগুলিতে ‘প্রতিটি বিড মূল্যায়ন করে’ অক্টোবরে সংস্থাটির কার্যনির্বাহী কমিটি উভয় আসরের স্বাগতিক স্বত্বের ওপর ভোট দেবে।