প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩
স্পোর্টস ডেস্ক : ২০৩২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আসর নিজেদের দেশে আয়োজন করতে চায় ইতালি। আনুষ্ঠানিকভাবে বুধবার উয়েফার কাছে প্রস্তাব দিয়েছে তারা।
বিষয়টি নিশ্চিত করে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।
মোট ১০টি শহরে ম্যাচগুলো আয়োজন করার পরিকল্পনা রয়েছে এফআইজিসিরি। শহরগুলো হলো: মিলান, তুরিন, ভেরোনা, জেনোয়া, বোলোনিয়া, ফ্লোরেন্স, রোম, নেপলস, বারি ও কাইয়ারি।
এর আগে ইতালি অবশ্য ২০২৮ ইউরো অথবা ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার পরিকল্পনা করেছিল। তবে দেশের স্টেডিয়ামগুলোর অবকাঠামে আধুনিকীকরণের জন্য সময় নিয়েছে তারা। তাই এই আসরগুলো বাদ দিয়ে সরাসরি ২০৩২ ইউরো আয়োজনের প্রস্তাব দিয়েছে।
এদিকে ২০২৮ কিংবা ২০৩২ ইউরো আয়োজনের জন্য প্রস্তাব দিয়েছে তুরস্কও। তাছাড়া ব্রিটেন ও আয়ারল্যান্ডও ২০২৮ ইউরো যৌথভাবে আয়োজন করতে চায়। এই ব্যাপারে উয়েফা জানায়, সামনের মাসগুলিতে ‘প্রতিটি বিড মূল্যায়ন করে’ অক্টোবরে সংস্থাটির কার্যনির্বাহী কমিটি উভয় আসরের স্বাগতিক স্বত্বের ওপর ভোট দেবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest