সাইফ পাওয়ার টেক গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৩

সাইফ পাওয়ার টেক গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক : বরিশালে শেখ হাসিনা সেনানিবাসের পায়রা গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত প্রথম সাইফ পাওয়ার টেক গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেছেন এরিয়া কমান্ডার ও ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এ পুরস্কার বিতরণ করে বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

 

টুর্নামেন্টে গলফ ক্লাবের সদস্যরা ছাড়াও জুনিয়র, লেডি এবং রেগুলার গলফার ক্যাটাগরিতে মোট ৫৫ জন গলফার অংশগ্রহণ করেন। পায়রা গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা। পায়রা নদীর তীরে অবস্থিত পায়রা গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব নবগঠিত শেখ হাসিনা সেনানিবাসে ২২ আগস্ট উদ্বোধন করা হয়। যা সামরিক ও বেসামরিক সকল বাংলাদেশির জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

 

আইএসপিআর জানিয়েছে, গলফ ক্লাবটি পায়রা নদীর তীর ঘেঁষে তৈরি করা হয়েছে। সেকারণে এটি পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করতে সক্ষম। এর ফলে বৃহত্তর বরিশাল অঞ্চলের মানুষের জন্য খেলাধুলা ও বিনোদনের বিশেষ সুযোগও সৃষ্টি করেছে।