প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২২
স্পোর্টস ডেস্ক : আগামী বছর পাকিস্তানে হওয়ার কথা এসএ গেমস। নতুন গেমস শুরুর আগে ২০১৯ কাঠমান্ডু গেমসে পদক বাড়ার সংবাদ এসেছে। নেপালে অনুষ্ঠিত সেই গেমসে বাংলাদেশের পদক তালিকায় আরে দুটি ব্রোঞ্জ যোগ হচ্ছে।
আসরে পাকিস্তানের অ্যাথলেটরা ডোপ টেস্টে পজিটিভ হওয়াতেই বাংলাদেশের সামনে এমন সুযোগ এসেছে।
৪x১০০ মিটার ও ৪x৪০০ মিটার রিলে- এই দুই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিল পাকিস্তান। বাংলাদেশ হয়েছিল চতুর্থ। কিন্তু এই দুই ইভেন্টে পাকিস্তানের অ্যাথলেটরা ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় তাদের পদক বাতিল হয়েছে। এর ফলে বাংলাদেশের নামের পাশে ব্রোঞ্জ পদক যোগ হচ্ছে।
মহাদেশীয় ও আঞ্চলিক মাল্টি ডিসিপ্লিনারি গেমসগুলো আয়োজিত হয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাধ্যমে। কাঠমান্ডু গেমসের আয়োজক কমিটি এখনো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পদক সংখ্যা বৃদ্ধির বিষয়টি জানায়নি। কিছুদিনের মধ্যেই হয়তো আনুষ্ঠানিকতা শেষে পদক বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে।
৪x১০০ ও ৪x৪০০ মিটার রিলেতে স্বর্ণ এবং রৌপ্য শ্রীলঙ্কা ও ভারতের। পাকিস্তান ছিল তৃতীয় আর বাংলাদেশ চতুর্থ। ৪x১০০ মিটারে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন রউফ, ইসমাইল, শরীফ ও হাসান। ৪x৪০০ মিটারে ছিলেন তালেব, মাসুদ রানা, সাইফুল ও জহির।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বলেছেন, ‘অ্যাথলেটিকসে আন্তর্জাতিক সংস্থা আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানি অ্যাথলেটরা ডোপ টেস্টে পজিটিভ হওয়াতেই আমরা এই পদক পাচ্ছি। এমনিতে আমরা রিলেতে চতুর্থ ছিলাম। ’
তবে পদক প্রাপ্তির বিষয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এখনও কিছু জানে না। সংস্থাটির সহ-সভাপতি বশির আহমেদ মামুন বলেছেন, ‘আমাদের এখনও চূড়ান্ত কিছু জানানো হয়নি। খোঁজ-খবর নিচ্ছি। ’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest