প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৫
নিউজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের নির্বাচন কীভাবে হবে তা রাজনৈতিক নেতারাই ঠিক করবেন। তিনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন নির্বাচন প্রক্রিয়ায় ঐক্যমতে পৌঁছে একটি উৎসবমুখর ও স্মরণীয় নির্বাচন আয়োজন করতে।
শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, ‘আজকে আমরা ঐকমত্যে সনদ করলাম, ঠিক তেমনি রাজনীতি ও নির্বাচনের ব্যাপারেও আপনাদের রাজনৈতিক নেতারা বসে একটা সনদ করুন কীভাবে নির্বাচন করবেন। যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরোনো জায়গায় ফিরে যাওয়া। তাহলে এত কষ্ট করে লাভটা কী হবে?’
তিনি আরও বলেন, ‘আমি অনুরোধ করব, আপনারা ঐক্যমত কমিশন বা কমিটি গঠন করুন। সিদ্ধান্ত নিন কীভাবে নির্বাচনটি সুন্দরভাবে, উৎসবমুখরভাবে ও ইতিহাসে স্মরণীয় করে রাখা যায়।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ যে ঐক্যের সুর আমরা বাজিয়েছি, সেই সুর নিয়েই আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে—আশা করি এই ঐক্য বজায় থাকবে।’
ড. ইউনূস বলেন, ‘এই সনদের মাধ্যমে আমরা বর্বরতা থেকে সভ্যতায় এলাম। আগে এমন এক জগতে ছিলাম, যেখানে আইনের শাসন ছিল না। এখন আমরা সভ্য সমাজ গড়ার পথে এগোচ্ছি। এই সনদ-পরবর্তী জীবনে আমরা কীভাবে চলব, তার ওপরই ভবিষ্যৎ নির্ভর করবে।’
দেশের সম্ভাবনাময় সম্পদ হিসেবে বঙ্গোপসাগরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের এই অঞ্চল সম্পদশালী, কিন্তু আমরা কখনো তার পূর্ণ ব্যবহার করিনি। আমরা যদি সমুদ্রবন্দর উন্নত করি, সারা বিশ্বের জাহাজ বাংলাদেশে ভিড়বে। অন্য দেশের পণ্য সিঙ্গাপুরে নামিয়ে দিয়ে যেতে হবে না, বরং তারা সরাসরি আমাদের বন্দরে আসবে।’
ড. ইউনূস বলেন, ‘আমরা যদি মাতারবাড়ি, কক্সবাজার, মহেশখালী একযোগে উন্নত করি, পুরো অঞ্চল নতুন সিঙ্গাপুরে পরিণত হবে। তখন বিশ্বের মানুষ এখানে আসবে, ব্যবসা করবে। এতে শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী দেশ নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলও উপকৃত হবে।’
তিনি বলেন, ‘এখন প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও ঐক্য। এই সনদ আমাদের সেই নিয়ম ও দিকনির্দেশনা দিয়েছে।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest