প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২৫
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক দাবা দিবস সেইলর চেকমেট নারায়ণগঞ্জ-২০২৫ ইন্টার স্কুল ইন্টারন্যাশনাল র্যাপিড রেটিং টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৮ বিভাগে ৭ ম্যাচে শতভাগ জয় নিয়ে সাউথ পয়েন্ট স্কুলের রায়ান রশিদ মুগ্ধ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
এদিকে অনূর্ধ্ব-১৪ বিভাগে ৫.৫ পয়েন্ট পেয়ে সাউথ পয়েন্ট স্কুলের সাফায়েত কিবরিয়া আজান চ্যাম্পিয়ন হয়েছেন। অপরদিকে অনূর্ধ্ব-১০ বিভাগে নারায়ণগঞ্জ ফিলোসোফিয়া স্কুলের মোহাম্মদ মাবরুর রাদ ৭ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী মহসিন ক্লাবে টুর্নামেন্টে শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইপিলিয়ন গ্রুপের সিএসআর প্রধান নাজমুল আহসান, আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ ও চেজ বাংলাদেশ.কম সম্পাদক মোরসালিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মেরিনা জাহান।
নারায়ণগঞ্জ মহসিন ক্লাবের ব্যবস্থাপনায় ও সেইলরের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতার ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ টুর্নামেন্টে জেলা ও জেলার বাইরের বিভিন্ন স্কুলের ৬০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest