ভুটান লিগে ডাবল হ্যাটট্রিক সাবিনা ও ঋতুপর্ণার

প্রকাশিত: ৩:২৫ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২৫

ভুটান লিগে ডাবল হ্যাটট্রিক সাবিনা ও ঋতুপর্ণার

6

স্পোর্টস ডেস্ক : দেশের ফুটবলে নারী লিগ না হওয়ায় ভুটান লিগে খেলছেন একাধিক নারী ফুটবলার। যার মধ্যে পারো এফসি হয়ে সর্বোচ্চ চার জন ফুটবলার। প্রতি ম্যাচে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসাচ্ছেন সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া, মনিকারা।

8

সর্বশেষ গতকাল ফুন্টশোলিং হিরোস এফসি বিপক্ষে মাঠে নামে পারো এফসি। ম্যাচের ফুন্টশোলিং হিরোসের বিপক্ষে ২২-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সাবিনা-ঋতুপর্ণারা। ম্যাচের মাত্র দুই মিনিটে ঋতুপর্ণার গোলে গোল উৎসব শুরু করে পারো এফসি।

প্রথমার্ধে দুই দলের স্কোর লাইন দাঁড়ায় ১২-০। বিরতির পর আরও ১০টি গোল হজম করে ফুন্টশোলিং হিরোস। নির্ধারিত সময় বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পারের এফসি।

7

সর্বোচ্চ সাত গোল করে ম্যাচসেরা হন সাবিনা খাতুন। এছাড়াও ডাবল হ্যাটট্রিক করেন দুর্দান্ত ফর্মে থাকা ঋতুপর্ণা চাকমা। সেইসঙ্গে চারটি গোল করেন সুমাইয়া এবং জোড়া গোল করেন মনিকা চাকমা।

6

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8