প্রকাশিত: ৬:৩৪ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২৫
স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার জন্য পাকিস্তান ক্রিকেট দল এখন ঢাকায়। বুধবার সকালে পাকিস্তানি ক্রিকেটারদের একটি অংশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
এবং দলের বাকি সদস্যরা বিকেলের ফ্লাইটে ঢাকায় নামেন।
সকালে ঢাকায় পৌঁছানো ক্রিকেটারদের মধ্যে ছিলেন সালমান আলি আঘা, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, সাইম সাইয়ুব, খুশদিল শাহ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ এবং কোচিং স্টাফের কয়েকজন সদস্য।
বিমানবন্দরে গণমাধ্যমের সাথে কথা বলেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আঘা। তিনি বলেন, বাংলাদেশ যেকোনো কন্ডিশনেই ভালো দল। নিজেদের কন্ডিশনে তো আরও ভয়ংকর।
নিজেদের মাটিতে বাংলাদেশের সক্ষমতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ইতিহাস ঘাঁটলেই বোঝা যাবে, তারা অনেক ভালো দলকে হারিয়েছে।
আমরাও জানি, এখানে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। তাই সেই প্রস্তুতি নিয়েই আমরা এসেছি।
আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ প্রসঙ্গে আগা বলেন, আন্তর্জাতিক ক্রিকেট মানেই প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ। কখনো সব কিছু নিয়ন্ত্রণে থাকবে না।
জীবন যেমন চলে, ক্রিকেট ক্যারিয়ারও তেমনি। মানিয়ে নিয়েই এগিয়ে যেতে হবে। চিন্তা না করে মাঠে ফল দিয়ে জবাব দিতে চাই।
সিরিজ শুরু হবে ২০ জুলাই, এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। সিরিজের সব ম্যাচই ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest