প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২৫
স্পোর্টস ডেস্ক : বেতন বাড়ছে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের। ক্রিকেটারদের বেতন বাড়াতে ৩৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে পাকিস্তানের বোর্ড ২৫ জনের পরিবর্তে ৩০ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করছে এবং তাদের বেতন বৃদ্ধি পাচ্ছে ৩৭ শতাংশ। এই বাড়তি বেতনের জন্য প্রায় ৩৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
অথচ সবশেষ দুই আইসিসি টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছন্নছাড়া পারফরম্যান্সে সবাইকে হতাশা করেন বাবর আজম মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদিরা। দুটি টুর্নামেন্টেই গ্রুপপর্ব থেকে বাদ পড়ে পাকিস্তান ক্রিকেট দল।
সাম্প্রতিক দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও আশানুরূপ পারফর্ম করতে পারেনি পাকিস্তান। দেশের মাটিতে বাংলাদেশের কাছে হারের পর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ ড্র করেছে বাবর আজমের দল। এমন পরিস্থিতিতেই বোর্ডের এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত জন্ম দিয়েছে বিস্ময়ের!
একই সঙ্গে ঘরোয়া ক্রিকেটের বাজেট কাটছাঁট করা হয়েছে। আগে যেখানে ঘরোয়া ক্রিকেটে বছরে ২১ কোটি টাকা বরাদ্দ থাকত সেখানে এখন তা কমিয়ে আনা হয়েছে সাড়ে ১৩ কোটি টাকায়। ফলে ঘরোয়া ক্রিকেটারদের প্রাপ্ত বেতন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঘরোয়া পর্যায়ে ব্যবহৃত ১২টি মাঠের রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি টাকা। পাশাপাশি তিনটি আন্তর্জাতিক স্টেডিয়াম-লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির জন্য আলাদা বাজেট নির্ধারণ করা হয়েছে।
পুরুষদের পাশাপাশি নারীদের কেন্দ্রীয় চুক্তিতেও কিছুটা পরিবর্তন এসেছে। নারী ক্রিকেটারদের সংখ্যা বাড়িয়ে ১৬ থেকে ২৪ জন করা হয়েছে এবং বেতন বেড়েছে ৪ শতাংশ। তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১১ কোটি টাকা। তবে এই বৃদ্ধি পুরুষ ক্রিকেটারদের তুলনায় সামান্যই!




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest