প্রকাশিত: ৫:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২৫
স্পোর্টস ডেস্ক : হেডিংলি টেস্টে নিজের ছায়া হয়ে ছিলেন রবীন্দ্র জাদেজা। ভারত জয় পায়নি, জাদেজাও নিজেকে হারিয়ে খুঁজেছিলেন। তবে এজবাস্টন টেস্টে ফের পুরোনো রূপে ধরা দিয়েছেন এই ভারতীয় অলরাউন্ডার। যদিও ফর্মে ফেরার টেস্টে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলার বিরাগভাজন হয়েছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে ৮৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন জাদেজা। এই ইনিংস খেলার পথে ভারতীয় ইনিংসের ৮৭তম ওভারের প্রথম বলে ক্রিস ওকসকে চার মারেন জাদেজা। বাউন্ডারি মারার পর ভারতের বাঁহাতি ব্যাটার পিচের সংরক্ষিত এলাকার ওপর দিয়ে হাঁটতে থাকেন। এই এলাকার ওপর দিয়ে বোলার, ব্যাটার কেউ হাঁটতে পারেন না।
ব্যাপারটি দেখে তৎক্ষণাৎ মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকা বাংলাদেশের শরফুদ্দৌলা জাদেজার সঙ্গে কথা বলেন। তাদের মধ্যে কী কথাবার্তা হয়েছে, তা পরিষ্কার বুঝা না গেলেও অঙ্গভঙ্গি দেখে বুঝা যায় জাদেজাকে রান নেওয়ার সময় সংরক্ষিত এলাকার ব্যাপারে সতর্ক করেন আম্পায়ার।
এরপর ৮৯তম ওভারে আবারও সংরক্ষিত এলাকার ওপর দিয়ে জাদেজা হেঁটেছেন। এ যাত্রায় রেগে যান বোলার ওকস এবং ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তখন জাদেজা তাদের বোঝানোর চেষ্টা করেন, তিনি সংরক্ষিত জায়গা নয় বরং পিচের পাশ দিয়ে দৌড়েছেন।
বিতর্কিত এই ঘটনা একপাশে রাখলে এজবাস্টন টেস্ট এখন পর্যন্ত ভালোই কেটেছে জাদেজার। ১৩৭ বলে ১০ চার ও ১ ছক্কায় করেছেন ৮৯ রান। ষষ্ঠ উইকেটে ভারতীয় টেস্ট অধিনায়ক শুবমান গিলের সঙ্গে ২৭৯ বলে ২০৩ রানের জুটি গড়তে অবদান রাখেন জাদেজা। ভারত এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে সব উইকেট খুইয়ে করেছে ৫৮৭ রান।
ভারতের ইনিংসে প্রায় অর্ধেক রানই এসেছে গিলের ব্যাট থেকে। ৩৮৭ বলে ৩০ চার ও ৩ ছক্কায় করেন ২৬৯ রান। টেস্টে এটা তার প্রথম ডাবল সেঞ্চুরি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest