প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২৫
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ মানেই যেন কোনো না কোনোভাবে ‘সাপ’ জড়িয়ে পড়ে! কখনো ‘নাগিন ড্যান্স’, কখনো আসল সাপ। এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটল আবার।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে চলমান বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে এক সময় মাঠের ডিপ কভার অঞ্চলে হঠাৎ-ই ঢুকে পড়ে একটি বড়সড় সাপ। দর্শকদের মধ্যে দেখা দেয় চাঞ্চল্য। তবে আশ্চর্যজনকভাবে খেলা বন্ধ হয়নি—সাপ মাঠে থাকলেও ব্যাটিং চালিয়ে যান বাংলাদেশি ব্যাটাররা।
সাপটিকে দ্রুত ছুটে যেতে দেখা গেলেও নিরাপত্তাকর্মীরা তখনই মাঠে আসেননি। ফলে তা স্বেচ্ছায় মাঠ ছেড়ে গেছে কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি।
এর কিছুক্ষণ পরই বাংলাদেশ হারায় প্রথম উইকেট—পারভেজ হোসেন ইমন আউট হন ১৩ রান করে। দলীয় ২৯ রানে ভাঙে ওপেনিং জুটি।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে সাপ নিয়ে নানা স্মৃতি আছে। ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে হারানোর পর বাংলাদেশ দলের ‘নাগিন ড্যান্স’ ক্রিকেট দুনিয়ায় ভাইরাল হয়। এরপর এই দ্বৈরথ পেয়েছে ‘নাগিন ডার্বি’ নামে পরিচিতি।
তবে এবার সেই নাগিন ড্যান্স না হলেও সাপ মাঠে ঢুকে পড়ায় আবারও স্মৃতিচারণের সুযোগ করে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের।
এই ‘অপ্রত্যাশিত’ ঘটনায় মজার ছলে অনেকেই বলছেন, হয়তো সাপটিও ‘নাগিন ডার্বি’ দেখতে এসেছিল মাঠে!
শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ২৪৪ রানে অলআউট হয়। বাংলাদেশ ১৪ ওভারে ৮১ রান করেছে এক উইকেট হারিয়ে। বাংলাদেশের সামনে লক্ষ্য ২৪৫।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest