প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২৫
স্পোর্টস ডেস্ক : ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও এক যুগের ক্যারিয়ারে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নিজেকে মেলে ধরতে পারেননি এনামুল হক বিজয়। বিশেষ করে চলতি শ্রীলংকা সফরে তার হতাশাজনক পারফরম্যান্স দলে থাকা নিয়েই প্রশ্ন উঠেছে।
গল টেস্টে দুই ইনিংসে ০ ও ৪ রানে ফিরেছিলেন বিজয়। বুধবার কলম্বো টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন বিজয়। এমন পারফরম্যান্সই যেন তার টেস্ট ক্যারিয়ারের প্রতিচ্ছবি।
২০১৩ সালে অভিষেকের পর দীর্ঘ এক যুগেও তিনি টেস্টে নিজেকে প্রমাণ করতে পারেননি। মাত্র ৮টি টেস্ট খেলে আহামরি কোনো পারফরম্যান্স উপহার দিতে পারেননি। এখনও পাননি কোনো হাফ সেঞ্চুরিও। তবে সীমিত ওভারের দুই ফরম্যাট ওয়ানডে ও টি-টোয়েন্টি বেশ কিছু ভালো পারফরম্যান্স আছে বিজয়ের। তবে কোনো ফরম্যাটেই ধারাবাহিক হতে পারেননি তিনি।
ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে অনেকদিন পর জাতীয় দলে ফেরেন বিজয়। সর্বশেষ ডিপিএলে১৪ ম্যাচে ৪টি সেঞ্চুরিসহ ৮৭৪ রান করে জাতীয় দলে ফেরেন এই ওপেনিং ব্যাটার। তবে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের সেই পারফরম্যান্সের প্রতিফলন দেখা যায়নি।
বুধবার বিজয়ের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হয়েছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। তিনি সরাসরি মন্তব্য না করলেও, এই বিষয়ে মন্তব্যের ভার কোচের কাঁধে ছেড়ে দিয়েছেন তিনি। বুলবুল মনে করেন ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়নের জন্যই কোচ রাখা হয়েছে।
বুলবুল বলেছেন, ‘আমি যে পজিশনে আছি বোর্ড সভাপতি হিসেবে আমার পক্ষে এটা বলা সম্ভব না। আপনি যদি আমাকে খেলোয়াড় হিসেবে, কোচ হিসেবে জিজ্ঞেস করতেন হয়তো আমি রিপ্লাই দিতে পারতাম। কিন্তু আমি দেব না এই জন্য যে ওই কাজটার জন্য আমরা একটা কোচ রেখেছি তো। ভালো হবে তাঁর কাছেই প্রশ্নটা করেন।’
এই বিষয়ে গুরুত্ব আরোপ করে বুলবুল বলেছেন, ‘সবকিছুর মূলে আমি মনে করি টেস্ট ক্রিকেটটা স্কিল একটা জায়গায় থাকে, কিন্তু মেইন যে জিনিসটা সেটা টেস্ট ক্রিকেট একটা মাথার খেলা। আপনি কতটুকু স্ট্যাবল আছেন, আপনি কতটুকু স্ট্যাবিলিটি নিয়ে চিন্তা করে মেন্টাল স্টেটমেন্ট কতটুকু ক্লিয়ার, সেই জায়গাটাই আমাদের মনে হয় কাজ করা উচিত।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest