লঙ্কানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৫

লঙ্কানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

4

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৭ জুন) গল টেস্টে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার কাপ্তান।

8

 

এই টেস্ট দিয়েই ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানবেন শ্রীলঙ্কান তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন ২০২৫-২৭ চক্রও শুরু হয়েছে এই ম্যাচ দিয়ে। বাংলাদেশের লক্ষ্য জয় দিয়ে নতুন চক্রে ভালো শুরু করা। সর্বশেষ ২০২৩-২৫ চক্র সপ্তম স্থানে থেকে শেষ করেছিল বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য আরেকটু উন্নতি।

 

5

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।

 

অপরদিকে শ্রীলঙ্কা দলে আছে দুই অভিষেক। টপ অর্ডার ব্যাটার লাহিরু উদারা এবং দুই হাতেই বল করতে পারদর্শী থারিন্দু রত্নায়েকা আছেন একাদশে। আর এই টেস্ট দিয়েই নিজের শেষ টেস্ট খেলতে নামছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

 

4

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশাল মেন্ডিস (উইকেটকিপার), মিলান রত্নায়েকা, থারিন্দু রত্নায়েকা, প্রভাত জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো

2

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6