প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৫
স্পোর্টস ডেস্ক : আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে আজ শনিবার (১৪ জুন) লর্ডসে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে প্রথমবার আইসিসির কোনো শিরোপা জিতে নেয়।
অবশ্য আইসিসি এই টুর্নামেন্টের প্রাইজমান অর্থের পরিমাণ আগেই প্রকাশ করেছিল। যেখানে অর্থের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছিল। এবারের আসরে মোট ৫.৭৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৭০ কোটি ৮ লাখ টাকা) পুরস্কার হিসেবে বরাদ্দ করা হয়েছে, যা আগের আসরের তুলনায় প্রায় দ্বিগুণ।
চ্যাম্পিয়ন হয়ে দক্ষিণ আফ্রিকা ৩.৬ মিলিয়ন ডলার (প্রায় ৪৪ কোটি টাকা) পেয়েছে। আর রানার্সআপ দল অস্ট্রেলিয়া পেয়েছে ২.১৬ মিলিয়ন ডলার (প্রায় ২৬ কোটি টাকা)।
শুধু চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলই নয়, প্রাইজমানি পেয়েছে তৃতীয় থেকে নবম হওয়া দলগুলোও। চলুন দেখে নেওয়া যাক তাদের অর্থের পরিমাণ।
অন্যান্য দলের প্রাইজমানির পরিমাণ:
ভারত (তৃতীয় স্থান): ১.৪ মিলিয়ন ডলার (প্রায় সাড়ে ১৭ কোটি টাকা),
নিউ জিল্যান্ড (চতুর্থ স্থান): ১.২ মিলিয়ন ডলার (প্রায় সাড়ে ১৪ কোটি টাকা),
ইংল্যান্ড (পঞ্চম স্থান): ৯ লাখ ৬০ হাজার ডলার (প্রায় সাড়ে ১১ কোটি টাকা),
শ্রীলঙ্কা (ষষ্ঠ স্থান): ৮ লাখ ৪০ হাজার ডলার (প্রায় সাড়ে ১০ কোটি টাকা),
বাংলাদেশ (সপ্তম স্থান): ৭ লাখ ২০ হাজার ডলার (প্রায় ৮ কোটি ৭৫ লাখ টাকা),
ওয়েস্ট ইন্ডিজ (অষ্টম স্থান): ৬ লাখ ডলার (প্রায় ৭ কোটি টাকা),
পাকিস্তান (নবম স্থান): ৪ লাখ ৮০ হাজার ডলার (প্রায় পৌনে ৬ কোটি টাকা)।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest