প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৫
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ বিশ্ব র্যাংকিং টুর্নামেন্ট স্টেজ-২ এ খেলতে আজ সিঙ্গাপুর যাচ্ছে ১৪ সদস্যের বাংলাদেশ আরচারি দল। ১৫-২০ জুন বুকিত গুমব্যাকে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ ও মহিলা বিভাগে নয়টি ইভেন্টে খেলবেন বাংলাদেশের ১১ জন আরচার।
কোচ ও ম্যানেজারসহ যাচ্ছেন আরও তিনজন। রিকার্ভ পুরুষ ও মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত ও মিশ্র দলগত ইভেন্টে খেলবে বাংলাদেশ। কম্পাউন্ডের পাঁচটি ইভেন্টেই লড়বেন লাল-সবুজের আরচাররা।
রিকার্ভের আরচাররা হলেন-আবদুর রহমান আলিফ, রামকৃষ্ণ সাহা, রাকিব মিয়া, সাগর ইসলাম ও মনিরা আক্তার। কম্পাউন্ড বিভাগের আরচাররা হলেন-হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব, সোহেল রানা, বন্যা আক্তার, পুষ্পিতা জামান ও কুলসুম আক্তার মনি।
টুর্নামেন্ট থেকে পদক জয়ের সম্ভাবনা রয়েছে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ। তার কথা, ‘পদক জয়ের লক্ষ্য নিয়ে যাচ্ছে ছেলে-মেয়েরা। আমদের দল ভালো করবে, কারণ ভালো অনুশীলন হয়েছে।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest