প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২৫
স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে উয়েফা নেশন্স লিগ জিতেছে পর্তুগাল। ৮ জুন, রোববার অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে ২-২ গোলের ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জেতে রোনালদোর দল। ম্যাচে গোল করে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো।
তবে স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামালের পারফরম্যান্স ততটা ভালো হয়নি। ম্যাচে বেশ সংগ্রাম করতে হয় তাকে। তবে ম্যাচের পর ইয়ামালের পাশে দাঁড়িয়েছেন রোনালদো।
তিনি বলেন, ‘সে অনেক কিছু জিতবে, দলীয় ও ব্যক্তিগতভাবে। তার বয়স মাত্র ১৭… আমি আবার বলছি, সে এখনো একেবারে তরুণ। তার সামনে অনেক সময় আছে উন্নতি করার। সে এক কথায় এক বিস্ময়। তবে ওকে একা থাকতে দিন, এটাই আমি চাই। তার সামনে অনেক লম্বা ক্যারিয়ার আছে এবং আমি নিশ্চিত, সে বহুবার নেশন্স লিগ জিতবে।’
স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ইয়ামালকে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে তুলে নেন। সে সিদ্ধান্ত নিয়েও সমালোচনা হয়। তবে রোনালদো সেই সিদ্ধান্তকেও সমর্থন জানিয়েছেন।
রোনালদোর অভিমত, স্পেনকে ইউরো জেতানো এই কোচ দলকে সবচেয়ে ভালো বোঝেন, দলের জন্যও সেরা সিদ্ধান্তটাই নিয়েছেন তিনি। বললেন, ‘আপনাদের কোচ এক বিস্ময়ের নাম। দলের কী দরকার সেটা আমি জানি না, সে জানে। আমি তো কোচ নই। সে স্পেনের হয়ে একটি শিরোপা জিতেছে। আপনারা আর কী চান? যদি তিনি ইয়ামালকে তুলে নেন, তবে সেটাও নিশ্চয়ই দলের উন্নতির জন্যই করেছেন, তাই না?’
নেশন্স লিগের এই ব্যস্ততার পর স্পেন আর পর্তুগাল আবারও মাঠে নামবে আগামী সেপ্টেম্বরের উইন্ডোয়। নিজেদের বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে দলদুটি মাঠে নামবে। স্পেন খেলবে বুলগেরিয়ার বিপক্ষে, পর্তুগাল লড়বে আর্মেনিয়ার সঙ্গে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest