প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ মাইল গতিতে বল ছুঁড়ে কিংবদন্তি বনে যান পাকিস্তানের শোয়েব আখতার। গতির ঝড়ে ব্যাটসম্যানদের জীবন বিষিয়ে তোলার সুবাদে পেয়ে যান ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খেতাব। ১০০ মাইল গতির এই পেসারের ওপর ক্ষেপে গিয়ে সম্প্রতি তার বিরুদ্ধে শতকোটি রুপির মানহানি মামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের এক টিভি উপস্থাপক ও ক্রীড়া সাংবাদিক।
জানা যায়, গত ২৫ মে পাকিস্তানের একটি টিভি চ্যানেলে প্রচারিত হয় তামাশা নামের একটি অনুষ্ঠান। সেখানে নোমান নিয়াজ নামের এক টিভি উপস্থাপককে নিয়ে কথা বলেন শোয়েব। অনুষ্ঠানের ‘দ্য ডাগআউট’ নামের একটি সেগমেন্টে শোয়েব বলেন, ‘এই যে নোমান নিয়াজ, সে তো আমাদের ব্যাগ টানত। আমরা তাকে ওই কাজের জন্যই রেখেছিলাম।’
শোয়েবের এমন মন্তব্যে তেলেবেগুনে জ্বলে উঠেছেন নিয়াজ। ওই কিংবদন্তি পেসারের কথায় সম্মানহানি হয়েছে দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি । নোটিশে লেখা হয়েছে, নিয়াজের পেশাগত সম্মানহানির জন্য অসত্য, বানোয়াট, অনৈতিক ও মানহানিকর কথা বলেছেন শোয়েব।
নোটিশে পাকিস্তানের ক্রিকেটের সঙ্গে নিয়াজের দীর্ঘ পথচলার কথাও বলা হয়েছে। নিয়াজ যে পাকিস্তানের ক্রিকেট নিয়ে উইজডেনসহ দেশি-বিদেশি প্ল্যাটফর্মে সাড়ে তিন হাজারের বেশি লেখা লিখেছেন, সেটিও নোটিশে উল্লেখ করা হয়।
শোয়েবকে ১৪ দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে সম্মানহানির জন্য ১০০ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করার হুমকিও দিয়ে রেখেছেন নিয়াজ। শোয়েব এখনো এ নিয়ে কোনো কথা বলেননি।
পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শোয়েব ও নিয়াজের মধ্যে এর আগে পিটিভি স্পোর্টসের এক লাইভ অনুষ্ঠানে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সে ঘটনার জেরে পিটিভি স্পোর্টস ছাড়তে হয় শোয়েবকে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest