প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, মে ২৮, ২০২৫
পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলস। ছবি: সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলস বর্তমানে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে একত্রে ছুটি কাটাচ্ছেন।
এনএফএল সূত্র অনুযায়ী, কেলসের সঙ্গে সময় কাটাতে সুইফট মিয়ামিতে এসেছেন। শুক্রবার রাতে ওয়েস্ট পাম বিচের ‘হ্যারি’স বার অ্যান্ড রেস্টুরেন্টে দুজনকে একসঙ্গে ডিনার করতে দেখা গেছে।
সূত্রের খবরে আরও জানা যায়, ‘ট্র্যাভিস শুক্রবার টেইলরের সঙ্গে ডিনার ডেটের আগে কাজ করছিলেন। তাকে তাড়াতাড়ি ছুটি নিতে হয়েছিল, টেইলরের সঙ্গে দেখা করার জন্য।’
পেশাদার বক্সার ও এমএমএ ফাইটার হোসে আন্দ্রেস কোর্টেসের শেয়ার করা একটি ছবিতে এই জুটিকে একটি আবছা আলোয় রোমান্টিক মুডে দেখা গেছে, যা তাদের একে অপরের প্রতি গভীর ভালোবাসার ইঙ্গিত দেয়।
মিউজিশিয়ান মার্ক মরিসনও তাদের সন্ধ্যার আরেকটি ছবি পোস্ট করেছেন, যেখানে সুইফটকে হাসিমুখে দেখা যাচ্ছে।
এদিকে, তাদের ভক্তরাও এই সম্পর্ককে সমর্থন করছেন। জেসন কেলসের মা ডোনা কেলস ও তার ভাই জেশন কেলস এই জুটির ডিনার ডেট নিয়ে একটি ফ্যান অ্যাকাউন্টের ইনস্টাগ্রাম পোস্টে লাইক দিয়ে তাদের সম্পর্কের প্রতি সম্মতি জানিয়েছেন।
গত এক বছরে সুইফট ও কেলসের সম্পর্ক অসংখ্য শিরোনাম তৈরি করলেও এই ধরনের মুহূর্তগুলো তাদের সম্পর্কের গভীরতা প্রকাশ করে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest