প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫
স্পোর্টস ডেস্ক : লিভারপুলের সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি ফিলিপ কৌতিনহো। ক্যারিয়ারের বড় একটা সময় ইন্টার মিলান, বার্সা, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, অ্যাস্টন ভিলার মতো বড় বড় ক্লাবে খেলেছেন তিনি। তবে ইনজুরির কারণে থিতু হতে পারেননি কোথায়।
যার কারণে গেল বছর অ্যাস্টন ভিলা থেকে লোনে যোগ দেন নিজের শৈশবের ক্লাব ভাস্কো অদা গামায়। যা ব্রাজিলের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল শহর রিও ডি জেনেইরোর পশ্চিয়াঞ্চলে অবস্থিত। এই অঞ্চলে বেশির ভাগই বাসিন্দা অবৈধ বসতি স্থাপন করে বসবাস করছেন। শহরটিতে অপরাধ, সহিংসতা নিত্যদিনের ঘটনা। যার কারণে এলাকাটিতে পুলিশি অভিযানও একটি সাধারণ ঘটনা।
গেল বুধবার ক্লাবের মিডিয়া দিবসে ট্রেনিং গ্রাউন্ড সেন্ট্রো দে ট্রেইনামেন্টো মোয়াসির বারবোসায় টিভি সাক্ষাৎকার দিচ্ছিলেন নুনো মোরেরা, গোলরক্ষক লিও জার্দিমেরও এবং ফিলিপ কৌতিনহোসহ ক্লাবটির একাধিক ফুটবলার। একপ্রর্যায়ে সাবেক ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কৌতিনহোর সাক্ষাৎকার দেওয়ার সময় ট্রেনিং গ্রাউন্ডের বাইরে থেকে গুলির শব্দ ভেসে আসে। এই ঘটনার ৩২ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, ৩২ সেকেন্ডে ভিডিওতে ২০টি গুলির শব্দ শোনা যায়। তা শুনে কিছুটা ঘাভরে যান কৌতিনহো। তখন পাশে থাকা এক ক্লাব কর্মকর্তার কাছে এই বিষয়ে জানতে চান তিনি। তখন তিনি জানান, এসব এখানের নিয়মিত ঘটনা। মূলত অপরাধ ও সহিংসতা রুখতে নিয়মিত পুলিশ অভিযান চালান। সেটারই শব্দ এটি এবং তারা খেলোয়াড় বা কর্মীদের তাৎক্ষণিক হুমকির ইঙ্গিত দেয় না। তখন কিছুটা শান্ত হয়ে মুচকি হেসে আবারও সাক্ষাৎকারে মনোনিবেশ করেন কৌতিনহো।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest