আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৫

আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই মানেই উত্তেজনা। এই রোমাঞ্চ শুধু মাঠে নয়, মাঠের বাইরেও ছড়িয়ে পড়ে। এমনকি হাজার মাইল দূরের এই উপমহাদেশেও সেলেসাও-আলবিসেলেস্তেদের লড়াইয়ের উত্তাপ অনুভূত হয়।

 

ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা একে অপরের মুখোমুখি হয় গতকাল রাতে। তবে এটি ছিল ক্রিকেটের মাঠে, বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে।

 

 

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিয়েছে দুই ফুটবল পরাশক্তির দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল।

 

বুয়েন্স এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে শেষ হাসি হেসেছে ব্রাজিল। ম্যাচে সফরকারী দল ২৫ রানের জয় পায়।

 

এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৯ রান করে ব্রাজিলের মেয়েরা। ব্যাট হাতে সর্বোচ্চ ১২ রান করেন ব্রাজিলের অধিনায়ক কারোলিনা নাসিমেন্তো। ম্যাচের সেরা খেলোয়াড় হন ব্রাজিলের নিকোল মন্তেইরো, যিনি ৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন।

 

রান তাড়ায় আর্জেন্টিনার নারী দল ১৫.১ ওভারে ৪৪ রানে অলআউট হয়ে যায়। ৪ ওভারে ৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নিকোল মন্তেইরো প্রতিপক্ষ শিবিরে ধস নামান। ফলে তিনি ম্যাচসেরাও হন।

 

এই দুই প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা আবার মুখোমুখি হবে আগামী ১৭ মার্চ।

 

উল্লেখ্য, এই ডাবল লিগ পদ্ধতি টুর্নামেন্টে স্বাগতিক আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা ও যুক্তরাষ্ট্রের শীর্ষ দলটি বাছাইপর্বের গ্লোবাল রাউন্ডে যাবে।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন