প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৫
স্পোর্টস ডেস্ক : দুবাইয়ে ভারত-নিউজিল্যান্ড ফাইনালে মধ্যে দিয়ে পর্দা নেমেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। যেখানে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে ভারত। তবে টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও এ নিয়ে বিতর্ক কমেনি। সবশেষ বিতর্ক, চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জায়গা হয়নি টুর্নামেন্টের আয়োজক পাকিস্তানের কারো।
টুর্নামেন্টের একক আয়োজক হওয়ার কথা ছিল পাকিস্তানের। দীর্ঘ ২৯ বছর পর নিজেদের মাটিতে কোনো আইসিসি ইভেন্ট ঘিরে বড় কিছুর স্বপ্ন দেখেছিল দেশটির ক্রিকেটপ্রেমীরা। যদিও পরবর্তীতে ভারতের বাধার মুখে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে হয়েছে পাকিস্তানকে। যেখানে একমাত্র দল হিসেবে দুবাইয়ে নিজেদের সবগুলো ম্যাচ খেলার সুযোগ পেয়েছে ভারত।
এই বিষয় নিয়ে বিতর্ক থেমে গিয়েছিল অনেক আগেই। এবার উঠেছে নতুন বিতর্ক। টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিসিসিআই প্রধান রজার বিনি ও ও সচিব জয় শাহ উপস্থিত থাকলেও সেখানে দেখা যায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাউকে। ধারণা করা হচ্ছিল পিসিবিপ্রধান মহসিন নাকভি অন্তত সেই অনুষ্ঠানে থাকবেন; সেটা না হওয়ায় এখন অন্তরজ্বালা হচ্ছে শোয়েব আখতারের।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শোয়েব। বলেন, ‘খুব অদ্ভুত একটা ব্যাপার দেখলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজনও ওখানে ছিলেন না। অথচ পাকিস্তানই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক।’
সাবেক এ পেসার আরও বলেন, ‘পাকিস্তানের একজন মানুষকেও ওখানে দেখলাম না। ব্যাপারটা বুঝতেই পারছি না। কেউ কেনো ট্রফি দিতে এলেন না? প্লিজ এটা নিয়ে ভাবুন। বিশ্বমঞ্চে তো আপনাদের থাকতে হবে। কিন্তু দুঃখজনক যে আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজনকেও সেখানে দেখলাম না। আমরা এটার আয়োজক, অথচ আমাদের কেউই নেই।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest