প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫
স্পোর্টস ডেস্ক : ফুটবলে গোলকিপারদের সময় নষ্ট কারার চিত্র হর হামেশায় দেখা যায়। ম্যাচে ফিরতে কিংবা ম্যাচে অযথা সময় নষ্ট করতে নানা কৌশলের সহায়তা নেন গোলকিপার। যাতে অনেক সময় প্রভাব পড়ে খেলার ফলাফলের ওপর।
এবার গোলকিপারদের সময় নষ্ট করার এমন কৌশল কঠোরভাবে দমন করতে নতুন নিয়ম করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। নতুন নিয়ম অনুযায়ী কোন গোলকিপার আট সেকেন্ডের বেশি সময় নেন, তেব বিপক্ষ দল কর্নার কিক পাবে!
আইএফএবি বলছে, গোলকিপারদের অনর্থক সময় নষ্ট করার ফলে ফুটবলের স্বাভাবিক গতি প্রভাবিত হয়। তাদের গবেষণা অনুযায়ী-
একজন গোলকিপার বল ছাড়তে ২০ সেকেন্ডে বা তার বেশি সময় নেন শুধুমাত্র সময় নষ্ট করার জন্য। প্রায় তাদরেকে মাঠে পড়ে থাকার অভিনয় করে, ধীরে উঠে দাড়াতে দেখা যায়।
এছাড়াও অনেক সময় ৬-৮ সেকেন্ডে বাধ্য হয়ে দেরি করেন শুধুমাত্র সতীর্থদের ভালো পজিশন নেয়ার জন্য।
আবার দেখা যায়, কাউন্টার-অ্যাটাকের জন্য ৬ সেকেন্ডের মধ্যে বল ছেড়ে দেন।
এখন পর্যন্ত নিয়ম অনুযায়ী, গোলকিপার বল ধরে ৬ সেকেন্ডের বেশি সময় নিলে তাহলে প্রতিপক্ষকে পরোক্ষ ফ্রি-কিক দেয়ার নিয়ম। তবে বাস্তবে রেফারিরা তা খুব কমই প্রয়োগ করতেন।
নতুন নিয়মের অনুযায়ী, রেফারি প্রথম পাঁচ সেকেন্ডের মধ্যে একটি ভিজুয়াল কাউন্টডাউন দেখাবেন। আট সেকেন্ড পার হলেই প্রতিপক্ষ দলকে দেওয়া হবে কর্নার কিক।
অবশ্য ইংলিশ প্রিমিয়ার লিগ ২ (একাডেমি), মাল্টা ও ইতালির ফুটবলে ২০২৪-২৫ মৌসুম থেকেই এই নিয়মের পরীক্ষামূলক প্রয়োগ কারা হয়।
২০২৫-২৬ মৌসুম থেকে বিশ্ব ফুটবলে চালু হবে এই নতুন নিয়ম। ফলত: আর অতিরিক্ত সময় ধরে বল হাতে ধরে রাখতে পারবে না কোন গোলকিপার!
বিশেষজ্ঞরা বলছেন, নতুন নিয়ম কার্যকর হওয়ার পর, ফুটবলে অপ্রয়োজনীয় সময় নষ্ট কমবে, গেমের গতি বাড়বে এবং প্রতিপক্ষ দল আরও ন্যায্য সুযোগ পাবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest