প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
স্পোর্টস ডেস্ক : রমজান মাসের সময়ও চলবে চ্যাম্পিয়নস ট্রফি। খেলা দেখতে স্টেডিয়ামে আসা ভক্ত-সমর্থকদের ইফতার নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। দুবাই স্টেডিয়ামের গ্যালারিতে বিনা মূল্যে ইফতারি দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রমজানে দর্শকদের জন্য ইফতারি বিতরণের কথা ইসিবি নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করেছে। ইসিবি লিখেছে, ‘রমজানের সত্যিকারের চেতনা ধরে রাখতে ইসিবি ঘোষণা দিচ্ছে, দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে বাকি ম্যাচগুলোয় রোজাদার দর্শকদের জন্য দেওয়া হবে বিশেষ ইফতারি বক্স। ২ মার্চ ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে। পবিত্র রমজান মাসে প্রথম ম্যাচ এটাই। দুবাই স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় ইফতারের আগে দেওয়া হবে ইফতারি বক্স।’
অর্থাৎ, দুবাই স্টেডিয়ামের সাধারণ স্ট্যান্ড, প্রিমিয়ার স্ট্যান্ড, প্যাভিলিয়ন স্ট্যান্ড ও প্লাটিনাম স্ট্যান্ডে রোজাদারদের ইফতারি বক্স দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে রমজান মাস আগামীকাল থেকে শুরু হতে পারে। রোববার নিউজিল্যান্ড–ভারত গ্রুপ পর্বের ম্যাচ ছাড়াও আগামী ৪ মার্চ একই মাঠে প্রথম সেমিফাইনালও অনুষ্ঠিত হবে। এ সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।
হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। রমজানের মধ্যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ন্যূনতম দুটি, সর্বোচ্চ তিনটি ম্যাচ আয়োজিত হওয়ার কথা রয়েছে। ভারত ফাইনালে উঠলে শিরোপা জয়ের লড়াইও হবে দুবাই স্টেডিয়ামে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest