আইএসকেডিজে আন্তর্জাতিক কারাতে কাপে বাংলাদেশের ১৫ সোনা

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

আইএসকেডিজে আন্তর্জাতিক কারাতে কাপে বাংলাদেশের ১৫ সোনা

2

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার অনুরাধাপুরায় অনুষ্ঠিত ১২তম উন্মুক্ত আইএসকেডিজে আন্তর্জাতিক কারাতে কাপ-২০২৫-এ ১৫টি সোনা, ৩টি রুপা এবং ৫টি ব্রোঞ্জ পদক জিতেছে মার্শাল আর্ট ফাউন্ডেশনের প্রতিযোগীরা।

 

2

গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশ, ভারত, নেপাল, ফিলিস্তিন এবং শ্রীলংকার প্রায় ২ হাজার জন খেলোয়াড় অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়।

 

কোচ সাজ্জাদ হোসাইনের নেতৃত্বে মার্শাল আর্ট ফাউন্ডেশনের ১০ খেলোয়াড় অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়।

2

 

একক কাতা, দলগত কাতা এবং কুমিতে- এই তিন ক্যাটাগরিতে অংশ নিয়েছেন মার্শাল আর্ট ফাউন্ডেশনের প্রতিযোগীরা। একক কাতায় সোনা জিতেছে সাবেকাতুল জান্নাহ, সিদরাতুল মুনতাহা, অপূর্ব মজুমদার, রাইয়ান সিদ্দিক, ইকরামুল তাহসিম, কাজি ইসতিয়াক জোহান ও আব্দুর রউফ।

 

6

মেয়েদের দলগত কাতায় সোনা পেয়েছে করে সাবেকাতুল জান্নাহ, অর্পা মজুমদার ও সিদরাতুল মুনতাহা। ছেলেদের বিভাগে ইকরামুল তাহসিম, কাজি ইসতিয়াক জোহান ও আব্দুর রউফও জিতেছে সোনা। কুমিতে ইভেন্টে সোনা পেয়েছে সাবেকাতুল জান্নাহ, সিদরাতুল মুনতাহা, তাসফিয়া ইসলাম তানহা, অপূর্ব মজুমদার, কাজি ইসতিয়াক জোহান ও আব্দুর রউফ।

2

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4