প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার অনুরাধাপুরায় অনুষ্ঠিত ১২তম উন্মুক্ত আইএসকেডিজে আন্তর্জাতিক কারাতে কাপ-২০২৫-এ ১৫টি সোনা, ৩টি রুপা এবং ৫টি ব্রোঞ্জ পদক জিতেছে মার্শাল আর্ট ফাউন্ডেশনের প্রতিযোগীরা।
গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশ, ভারত, নেপাল, ফিলিস্তিন এবং শ্রীলংকার প্রায় ২ হাজার জন খেলোয়াড় অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়।
কোচ সাজ্জাদ হোসাইনের নেতৃত্বে মার্শাল আর্ট ফাউন্ডেশনের ১০ খেলোয়াড় অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়।
একক কাতা, দলগত কাতা এবং কুমিতে- এই তিন ক্যাটাগরিতে অংশ নিয়েছেন মার্শাল আর্ট ফাউন্ডেশনের প্রতিযোগীরা। একক কাতায় সোনা জিতেছে সাবেকাতুল জান্নাহ, সিদরাতুল মুনতাহা, অপূর্ব মজুমদার, রাইয়ান সিদ্দিক, ইকরামুল তাহসিম, কাজি ইসতিয়াক জোহান ও আব্দুর রউফ।
মেয়েদের দলগত কাতায় সোনা পেয়েছে করে সাবেকাতুল জান্নাহ, অর্পা মজুমদার ও সিদরাতুল মুনতাহা। ছেলেদের বিভাগে ইকরামুল তাহসিম, কাজি ইসতিয়াক জোহান ও আব্দুর রউফও জিতেছে সোনা। কুমিতে ইভেন্টে সোনা পেয়েছে সাবেকাতুল জান্নাহ, সিদরাতুল মুনতাহা, তাসফিয়া ইসলাম তানহা, অপূর্ব মজুমদার, কাজি ইসতিয়াক জোহান ও আব্দুর রউফ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest