বিশ্বনাথে ঐতিহ্যের পলো বাওয়া উৎসব

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

বিশ্বনাথে ঐতিহ্যের পলো বাওয়া উৎসব

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি বিলে প্রায় ২০০ বছর ধরে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব ধরে রেখেছেন গোহারি গ্রামবাসী। প্রতিবছর পহেলা মাঘ এই উৎসবটি পালন করা হয়। সময় ঘনিয়ে আসলে উৎসবে অংশ নিতে দেশে ফিরেন প্রবাসীরা।

 

প্রতিবারের ন্যায় এবছরও ওই পলো বাওয়া উৎসবে দেশে ফিরেছেন গোয়াহরী গ্রামের প্রায় অর্ধশত প্রবাসী। উৎসব ঘিরে আগেরদিন রাতে গ্রামের লোকজন বসে সিদ্ধান্ত গ্রহণ করেন।

 

বুধবার (১৫ জানুয়ারি) পহেলা মাঘ ওই পলো বাওয়া উৎসবে মেথে ওঠেন গোয়াহরি গ্রামের প্রায় ৪ শতাধিক লোকজন। সেই সাথে পলো নিয়ে বিলে মাছ ধরতে নামেন অনেক প্রবাসী। আবার অনেক প্রবাসী তাদের পরিবার নিয়ে বিলের পাড়ে উৎসবটি উপভোগ করতে দেখা যায়। সেই সাথে উৎসব উপভোগ করতে এলাকার শিশু কিশোর যুবক যুবতী বৃদ্ধ ও বৃদ্ধাসহ অনেক লোকজন সমবেত হয়েছেন।

 

বুধবার সকাল থেকে পলো আর ঠেলা জ্বালসহ বিভিন্ন ধরনের মাছ ধরার যন্ত্র নিয়ে বিলের পাড়ে সমবেত হন মাছ শিকারিরা। ঘড়ির কাঁটা ১১ বাজার সাথে সাথে উল্লাসিত মাছ শিকারিরা ঝাপিয়ে পড়েন বিলেন পানিতে। এসময় অনেকেই রুই, কাতলা, বোয়াল, কার্প, গজার, শোল ও ঘাসকাপসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে হাঁসি মুখে বাড়ি ফিরেন শিকারিরা।

 

উৎসবটি পালন করতে স্পেন প্রবাসী মনোয়ার হোসেন, আব্দুল বাসিত, যুক্তরাজ্য প্রবাসী তাজ উল্লা, আব্দুল রফিক, আলম খান, সৌদি আরব প্রবাসী মুহিবুর রহমানসহ প্রায় অর্ধ শতাধিক প্রবাসী দেশে এসেছেন। আর এই উৎসবে অংশ নিতে পারায় উল্লসিত হয়ে ওঠেন এসকল প্রবাসীরা। তাদের অনেকের কাছ থেকে জানাযায় প্রায় দু’শ বছর ধরে তারা এই উৎসবটি পালন করে আসছেন।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন