প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪
সিলেট২৪এক্সপ্রেস ডেস্ক : ময়মনসিংহে মাদকের বিরুদ্ধে ফেইসবুকে পোস্ট করায় স্থানীয় এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে নগরীর মাঝিপাড়া টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে নিজ বাসার সামনে বসেছিলেন সাংবাদিক স্বপন ভদ্র (৭০)। এমন সময় ছুঁড়া নিয়ে অতর্কিত হামলা চালায় প্রতিবেশী সাগর মিয়া নামে এক যুবক। প্রথমে হাতের কব্জি কেটে আলাদা করে পরে ঘাড়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, স্বপন ভদ্র স্থানীয় দৈনিক স্বজন পত্রিকায় দীর্ঘদিন কর্মরত ছিলেন। গত ৫-৭ বছর ধরে সরাসরি সাংবাদিকতার সঙ্গে না থাকলেও, বিভিন্ন বিষয়ে লেখালেখি করতেন তিনি।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় সাগর মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। সে একই এলাকার বাবুল মিয়ার ছেলে।
সফিকুল ইসলাম আরও বলেন, এলাকায় মাদকের বিস্তার যেনো না ঘটে, এ নিয়ে প্রায়ই প্রতিবাদ করতেন স্বপন। তাই ক্ষিপ্ত হয়ে সাগর তাকে হত্যা করেছেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest