প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেটে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকছে বিভিন্ন এলাকা।শহরের তুলনায় গ্রামাঞ্চল ও শহরতলীতে লোডশেডিংয়ের অবস্থা ভয়াবহ। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না।
সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং বেড়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে লোডশেডিং বেড়ে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।
এ বিষয়ে আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী তানভীর হায়দায় বলেন, বিদ্যুৎ বিতরণকারী সংস্থার একটি ছোট ক্ষুদ্র ইউনিট হিসেবে আমরা কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড সাবস্টেশন থেকে যতটুকু বিদ্যুৎ সরবরাহ পাই তা বণ্টন করি। গ্রিড প্রান্ত হতে পর্যাপ্ত সরবরাহ পেলেই কেবল আমরা গ্রাহকদের মাঝে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পারি।
তিনি আরও বলেন, বর্তমানে দপ্তরের চাহিদার বিপরীতে কোন কোন সময় ৪০% পর্যন্ত কম বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। ফলে বাধ্য হয়ে বিভিন্ন ১১ কেভি ফিডারে লোড শেডিং করতে হচ্ছে। শীঘ্রই এই বিদ্যুতের অবস্থার উন্নতি হবে।
নামাজের সময়সূচি
> ফজর- ৪:২৭ মিনিট।
> জোহর- ১১:৪৯ মিনিট।
> আসর- ৪:১৩ মিনিট।
> মাগরিব- ৬:0৩ মিনিট।
> ইশা- ৭:০৬ মিনিট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest