বিশ্বনাথে অধ্যক্ষের অপসারণ দাবিতে মাদ্রাসায় তালা

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৪

বিশ্বনাথে অধ্যক্ষের অপসারণ দাবিতে মাদ্রাসায় তালা

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ পৌর শহরের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা’য় অধ্যক্ষের পদত্যাগ নিয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরে অধ্যক্ষ মাওলানা নুমান আহমদের পদত্যাগ চেয়ে আন্দোলন ও মাদ্রাসায় তালা দেয় আন্দোলনকারি শিক্ষার্থীরা। গত ১ সেপ্টেম্বর মাদ্রাসায় তালা দিলে পড়া-লেখায় চরম বেঘাতের সৃষ্ঠি হয়। এনিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে কটুক্তিমূলক আচরন ও বিশৃঙ্খল পরিবেশ করার প্রতিবাদে দেশে বিদেশে বিভিন্ন কর্মসূচী পালন করছেন অভিভাবক ও সূধীজনরা।

 

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসায় সৃষ্ট দ্বন্দ্ব নিরসনে অভিভাবক ও সূধী সমাবেশ করেছেন গর্ভনিং বডির লোকজন। এদিকে একই দিনে সকালে নানা অভিযোগ তুলে আন্দোলনকারী শিক্ষার্থীরাও সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অধ্যক্ষের দ্রুত পদত্যাগসহ ১০টি অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষার্থী তানভীর আহমদ, এহিয়া আহমদ ও সুমাইয়া জান্নাত। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও মুরব্বিদের হস্তক্ষেপে মাদ্রাসার তালা খুলে দেয়া হয়। এসময় মাদ্রাসার শান্তি শৃঙ্খলা বজায় রেখে রোববার থেকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহবান জানিয়ে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, এলাকার প্রবীণ সালিশ ব্যক্তিত্ব গোলাপ খান, মশাহিদ আলী, আবুল হোসেন, রাজনীতিবীদ জসিম উদ্দিন জুনেদ। এসময় অধ্যক্ষের পদত্যাগের বিষয়ে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে শিক্ষার্থীদের অবহিত করেন তারা।

 

এছাড়াও বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিনের সভাপতিত্বে ও রাজনীতিবীদ তালুকদার ফয়জুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ওই অভিভাবক ও সূধী সমাবেশে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সভাপতি মাওলানা শফিকুর রহমান, বিশিষ্ট রাজনীতিবীদ মুহাম্মদ মুনতাসির আলী, এমএ আব্দুর রব, আব্দুল হাই, শালিস ব্যক্তিত্ব মির্জা রুস্তুম বেগ, কামাল বাজার ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবু ছালেহ মো. নোমান, সাবেক ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, ব্যবসায়ী কলমদর আলী, অভিভাবক জিতু মিয়া, মাদ্রাসার প্রাক্তণ শিক্ষার্থী মাওলানা পিয়ার মাহমুদ, পুরান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ মিয়া, ইউপি সদস্য দবিরুল ইসলাম দবির, মাদ্রাসার প্রাক্তণ শিক্ষার্থী মাওলানা আব্দুল মতিন, সিরাজুল ইসলাম সা’দ, পৌর কাউন্সিলর মুহিবুর রহমান বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার ছাত্র আউয়াল হোসেন পারভেজ। এসময় মাদ্রাসার ছাত্রদের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মাদ্রাসায় নিয়মিত লেখাপড়া চালু, শিক্ষার্থীদের পরিবেশ সৃষ্টি, আইন শৃঙ্খলা পরিবেশ সৃষ্টিসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়।

 

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদের বিরুদ্ধে দূর্ণীতি, অনিয়মের এনে তার পদত্যাগ দাবি করে বিভিন্ন কর্মসূচী পালন করছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর মাদ্রাসার উপাধ্যক্ষের কাছে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন নোমান আহমদ। কিন্তু তারপরও গত ১ সেপ্টেম্বর থেকে মাদ্রাসায় তালাও মেরে দেন শিক্ষার্থীরা। অবশেষে শনিবার সাবেক উপজেলা চেয়ারম্যানসহ এলাকার মুরব্বিদের হস্তক্ষেপে তালা খুলে দেয়া হয়।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন