প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৪
অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং দেশত্যাগের পরই সিলেটের আওয়ামী লীগের সাবেক এমপি, প্রতিমন্ত্রী ও দলের প্রভাবশালী নেতারা আত্মগোপনে চলে গেছেন। দেখা মিলছে না দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদেরও। এরমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের একটি ভিডিও। নেটিজেন বলছেন এই ভিডিওটি ভারতের কলকাতা শহরের।
সূত্র জানায়, সরকার পতনের পর ৬ আগস্ট সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমান জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর শাখার সাধারণ সম্পাদক নাঈম আহমদ। মেঘালয়ের রাজধানী শিলংয়ে তারা অবস্থান করছেন বলে জানা গেছে। এরমধ্যেই জানা গেলে রাহেল সিরাজ কলকাতায় অবস্থান করছেন। অসংখ্য হত্যা মামলাও হয়ে তাদের বিরুদ্ধে।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ কলকাতা শহরের মধ্যে হাঁটাহাঁটি করছেন। একপর্যায়ে একটি দোকানে গিয়ে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলতে দেখা গেছে। তবে ঐ ব্যক্তি পরিচয় শনাক্ত হওয়া যায়নি।
ভিডিওতে কলকাতার আভিজাত্য হলুদ ট্যাক্সিও দেখা গেছে। ভিডিওটি কলকাতা শহরের নিউ মার্কেট এলাকা বলে ধারণা করা হচ্ছে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest