প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেট মহানগরের জিন্দাবাজার এলাকার অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক এবং বর্তমান ছাত্রীরা অশ্লীল আচরণকারী এক শিক্ষকের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। বুধবার (২১ আগস্ট) দুপুরে তারা বিদ্যালয়ে বিক্ষোভ করেন এবং প্রধান শিক্ষিকা বরাবরে লিখিত অভিযোগ দেন। পরে বেলা ২টার দিকে মিছিল নিয়ে তারা তালতলাস্থ জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাঁর কাছেও লিখিত অভিযোগটি দেন।
ছাত্রীরা অভিযোগ করে বলেন- অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আবু ইউসুফ মো. শাহিদ দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির ছাত্রীদের যৌন হয়রানি করে আসছেন। তিনি অনেক সময় একা পেয়ে ছাত্রীদের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন এবং বাজে ইঙ্গিত দেন। এমনকি ষষ্ঠ-সপ্তম শ্রেণির ছোট ছাত্রী এবং শিক্ষিকারাও তার কুদৃষ্টি থেকে রেহাই পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে তিনি এমন কর্মকাণ্ড চালালেও ভয়ে কেউ মুখ খুলেনি। পরিস্থিতি বদলে যাওয়ায় এবার তারা সাহস করে এই শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করছেন।
আবু ইউসুফের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান ছাত্রীরা।
অভিযুক্ত শিক্ষক আবু ইউসুফ মো. শাহিদ মুঠোফোনে বলেন- ‘আমি পারিবারিক একটি কাজে ঢাকায় আছি। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কারণ- সদ্য হওয়া ছাত্র-জনতার আন্দোলনের সময় আমি তাদের পক্ষে ছিলাম এবং ফেসবুকে বেশ লেখালেখি করেছি। এই কারণে আওয়ামী লীগের সমর্থনকারী কয়েকজন এই ষড়যন্ত্র করে ছাত্রীদের উস্কে দিয়েছেন।’
অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষিকা হেপি বেগম বলেন- ‘ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে প্রাতিষ্ঠানিক সকল কাজ থেকে বিরত রেখেছি। এছাড়া তার বিষয়ে তদন্ত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতনদের কাছে চিঠি পাঠিয়েছে। তদন্তসাপেক্ষে তার দোষ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest