প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৪
নিউজ ডেস্ক : সোমবার সিলেট সিটি কর্পোরেশনের হযরত শাহ্ পরান (রহঃ) উচ্চ বিদ্যালয়ে ইউনিসেফের অর্থায়নে এবং সুশীলনের পরিচালনায় অনুষ্ঠিত হয় ছাত্র ও শিক্ষকদের অংশগ্রহণে সামাজিক আচরণ পরিবর্তন কর্মসুচি।
এখানে উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুর রফিক, “ইউনিসেফের প্রতিনিধি শেখ আলী হায়দার আজম এবং সুশীলনের প্রতিনিধি মোঃ সাইফুল হাসান।
উক্ত অনুষ্ঠানে উপপরিচালক ছাত্রদের উদ্দেশ্যে বলেন, ইপিআই টিকা অবশ্যই গ্রহণ করতে হবে যা ১০টি মারাত্নক রোগ থেকে রক্ষা করবে। পরিবারে নিয়মিত সঠিক উপায়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নারী ও পুরুষের সম অধিকার এবং গর্ভবতী নারীর সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে। জাতিসংঘ সনদ অনুসারে শিশু অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সকল প্রকার নির্যাতন এমনকি বাল্য বিবাহের মত অভিশাপ থেকে তাদের রক্ষা করতে হবে। পুষ্টিকর খাবার গ্রহনে উৎসাহিত করতে হবে। তীব্র অপুষ্টিজনিত রোগের শিশুদের ওসামানি মেডিকেলের স্যাম কর্নারে ভর্তি করতে হবে।
ছাত্ররা, তোমরাই দেশের ভবিষ্যৎ। সামাজিক আচরণের ইতিবাচক পরিবর্তন ধরে রাখতে তোমাদের কাঁধে অনেক দায়িত্ব। তোমরা যেমন পারবে নিজেকে পরিবর্তন করতে তেমনি তোমরা পারবে সমাজেও ইতিবাচক সামাজিক আচরেণর অনুশীলন নিয়ে আসতে।“ ইউনিসেফের প্রতিনিধি শেখ আলী হায়দার আজম বলেন,” দেশকে বাচাতে বার বার ছাত্ররা এগিয়ে এসেছে, অবদান রেখেছে।
আমি আশা করি আমাদের আজকের এই কর্মসুচি থেকে তোমরা যা শিখলে তা তোমরা বন্ধুদের, প্রতিবেশীদের এবং পরিবারকে সহ সমাজকে শিখাবে।“ এ অনুষ্ঠানে সকল ছাত্র ও শিক্ষক প্রতিশ্রুতিবদ্ধ হয় যে, তারা প্রত্যেকে অন্তত ০৫ জনকে এই ইতিবাচক সামাজিক আচরণ চর্চায় উৎসাহিত করবে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest