দেশে ফিরছেন বিএনপি নেতা সালাহউদ্দিন

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৪

দেশে ফিরছেন বিএনপি নেতা সালাহউদ্দিন

নিউজ ডেস্ক : দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি দীর্ঘ ধরে ভারতে অবস্থান করছিলেন। জানা গেছে, মঙ্গলবার (৬ আগস্ট) দেশে ফেরার জন্য তিনি ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পেয়েছেন।

 

মেঘালয় থেকে গণমাধ্যমে সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আজ গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের অফিস থেকে ট্রাভেল পাসের বিষয়টি জানানো হয়েছে। ট্রাভেল পাসটি এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। পাস হাতে পেলে আগামী কয়েক দিনের মধ্যে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

 

দু’মাস নিখোঁজ থাকার পর ২০১৫ সালের ১২ মে বাংলাদেশের তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদকে ভারতের মেঘালয় রাজ্যের একটি হাসপাতালে তার সন্ধ্যান মেলে।

 

দু’মাস আগে নিখোঁজ থাকার পর তার আশা যখন ছেড়েই দিয়েছিল তখন তার সন্ধ্যান মেলে শিলংএ। তার পরিবার ও বিএনপি পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী তাকে বাসা থেকে তুলে নিয়ে গেছে। সরকারের পক্ষ থেকে বারবার এই অভিযোগ অস্বীকার করে বলে আসছিল তার খোঁজ নেই সরকারের কাছে। সালাউদ্দিনের অবস্থান সম্পর্কে তাদের কিছু জানা নেই। সালাউদ্দিনের স্ত্রী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে স্বামীর খোঁজ চেয়েছিলেন। তবে হঠাৎ মেঘালয়ের একটি হাসপাতাল থেকে তার ফোন চাঞ্চল্যের সৃষ্টি হয় দেশজুড়ে।

 

সীমান্ত পাড়ি দিয়ে তিনি কীভাবে মেঘালয়ে গিয়ে পৌঁছালেন সেই বিষয়টি নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। ভারতের পুলিশ বলছিল, সালাউদ্দিন আহমেদকে শিলং শহরের বাসিন্দারা উদভ্রান্তের মতো ঘুরতে দেখার পর তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। কর্মকর্তারা বলছেন, প্রথমে তাকে সেখানকার পোলো গ্রাউন্ড গল্ফ লিঙ্ক এলাকায় দেখা যায়।

 

২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সালাহউদ্দিন আহমেদ। কক্সবাজার-০১ আসনের সাবেক এই সংসদ সদস্য ২০১৫ সালের মার্চে রাজধানীর উত্তরা থেকে অপহৃত হন এবং দুই মাস নিখোঁজ থাকার পর ভারতের শিলং শহরে অপহরণকারীরা তাকে ছেড়ে দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন