রুদ্র’র নামে নামকরণ শাবি গেইটের

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২৪

রুদ্র’র নামে নামকরণ শাবি গেইটের

নিউজ ডেস্ক : কোটা আন্দোলনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের নিহত শিক্ষার্থী রুদ্র সেনের স্মরণে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটককে ‘শহীদ রুদ্র তোরণ’ ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে গত বৃহস্পতিবার খাল পারি দেয়ার সময় নৌকা উল্টে শাবির এই শিক্ষার্থী পানীতে ডুবে নিহত হবার ঘটনা ঘটে।

 

আজ শুক্রুবার (২৬ জুলাই) জুমার নামাজের পর আন্দোলনে শহীদদের জন্য দোয়া শেষে দুপুর ২:৪৫ এ কোটা আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটককে ‘শহীদ রুদ্র তোরণ’ ঘোষণা করেন। তারপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে তাদের ৯দফা দাবিতে গনসংযোগের জন্য মিছিল নিয়ে সিলেটের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

 

এসময় আন্দোলনে ঘটে যাওয়া হত্যা ও হামলার প্রতিবাদ জানিয়ে সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন,”কাগজের এই লেখা যদি ছিড়ে ফেলা হয় আমরা আবারও রক্ত দিয়ে লিখে রেখে আসবো একই নাম৷ রুদ্র মরে গিয়েও আমাদের মাঝে বেঁচে থাকবে চিরকাল। সারা দেশের শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দেবো না।”

 

তিনি আরো বলেন,”যদি দ্রুত আমাদের ৯ দফা মেনে নেওয়া না হয়; যদি অনতিবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের নিরস্ত্র করে রাজপথ থেকে অপসারণ না করা হয়; যদি ইন্টারনেট কানেকশন স্বাভাবিক না করা হয়; যদি ক্যাম্পাগুলোতে ছাত্রলীগ নিষিদ্ধ করে সন্ত্রাসমুক্ত না করা হয়; যদি হল, ক্যাম্পাস, শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দেওয়া হয়, যদি এখনো  টিয়ার শেল-গ্রেনেড-গুলি অব্যাহত থাকে তাহলে সরকারকেই সম্পূর্ণ দায় নিতে হবে। শহীদের রক্তের উপর কোনো সংলাপ হবে না।

 

পুলিশ, ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসী দ্বারা নির্মাণ ভাবে সকল হত্যা(শহীদ), হামলা-নির্যাতন, মামলা, গ্রেফতার এর চুড়ান্ত ফয়সালা না হওয়ায় পর্যন্ত আন্দোলন চালমান থাকবে।”

 

এসময় তিনি নিরাপত্তা বাহিনী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ছাত্রদের পাশে থাকার আহবান জানান। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেফতার বা গুম হওয়ার সঙ্কা প্রকাশ করে দেশে চলমান গণহত্যা-নির্যাতনের ভয়াবহতা সর্বত্র তুলে ধরার আহবান জানান।

 

উল্লেখ্য, এর আগে গত ১৮ জুলাই রাতে পুলিশের দাওয়া থেকে পালিয়ে বাচতে সুরমা থেকে বাগবাড়ি যাওয়ার পথে ভেলা দিয়ে খাল পার হওয়ার সময় ভেলা ডুবে মারা যায় রুদ্র সেন। তার সাথে থাকা তিন সহপাঠী বেচে ফিরলেও সাতার না জানায় ফিরতে পারেনি রুদ্র।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন