প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেটে যখন ভারতের চিনি চোরাচালান নিয়ে অস্থিরতা চলছে ঠিক সে সময় বদলি হয়েছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।বিদায়ের সময় তিনি এক খোলা চিঠিতে সিলেটের অপরাধ দমনের ফিরিস্তি দিয়ে বলেছেন, ‘আমার সময়ে ৩০৭ চোরাকারবারি গ্রেপ্তার এবং ১০ কোটি ৪২ লাখ টাকা কোষাগারে জমা দেওয়া হয়েছে।’
বুধবার (১০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খোলা চিঠি প্রকাশ করেছে সিলেট জেলা পুলিশ।খোলা চিঠিতে পুলিশ সুপার বলেন, ‘বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেট জেলায় পুলিশ সুপার হিসেবে গত ২০২২ সালের ৩১ আগস্ট যোগদান করেছিলাম। কর্মকালে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ও ধর্মীয় প্রাণপুরুষদের স্পর্শে সিক্ত পবিত্র এ জনপদের জানমালের নিরাপত্তায় যেমন নিয়োজিত ছিলাম, তেমনি বিদায় বেলায় সিক্ত হয়েছি আপনাদের ভালবাসা ও শুভ কামনায়।
সিলেটের অপরাধ দমনে যতটা কঠোর থেকেছি, নাগরিকের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ঠিক ততটাই মনোযোগী থেকেছি। জেলা পুলিশের সেবার মান উন্নয়নে সুনির্দিষ্ট কিছু কাজের সূচনা করতে পেরেছি।’
পুলিশের অন্যতম কাজ অপরাধ প্রতিরোধ ও তদন্ত উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের ঐকান্তিক সহযোগিতায় প্রতিরোধমূলক পুলিশিংয়ের মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখার আপ্রাণ চেষ্টা করেছি। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক ২০২৩ সালের অপরাধ নিয়ন্ত্রণে ও সার্বিক পুলিশিং কার্যক্রম মূল্যায়নে সিলেট জেলা পুলিশ সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে।
আপনাদের সবার আন্তরিক সহযোগিতা ও জেলা পুলিশের প্রত্যেক সদস্যের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে এই অর্জন সম্ভব হয়েছে। আমার কর্মকালে সিলেট জেলা পুলিশ তিন হাজার ৬৪৮ জন অপরাধীকে গ্রেপ্তার করে এবং চার হাজার ১১৬টি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে। বিভিন্ন মামলায় পলাতক ও পরোয়ানাভুক্ত ১৮ হাজারের বেশি অপরাধীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, যা ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিজ্ঞ আদালতের বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করতে সাক্ষীদের নিয়মিত হাজির করার ব্যবস্থা নেওয়া হয়েছে।’
সীমান্তবর্তী জেলা হওয়ায় চোরাচালান ও মাদক দ্রব্যের অপব্যবহার রোধ করার জন্য নানা পদক্ষেপের কথা উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ‘সীমান্তবর্তী চোরাচালান ও মাদক দ্রব্যের অপব্যবহার রোধে ৩০৭ চোরাকারবারিকে গ্রেপ্তারসহ আনুমানিক ১০ কোটি ৪২ লাখ টাকার চোরাচালান করা মালামাল সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
জেলা পুলিশের তৎপরতায় আনুমানিক চার কোটি ৩৬ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করে ৫৪৮ জন মাদক ব্যবসায়ীকে ন্যায় বিচারের মুখোমুখি করা হয়েছে।’তিনি বলেন, ‘আমার কাজের সময়ে সিলেটবাসীর নিরাপত্তা রক্ষায় ৩৫ হাজারের বেশি টহল পরিচালনা করা হয়েছে। অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকার জন্য গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিম এবং জেলা পুলিশের পরিবহন পুলে সংযুক্ত করা হয়েছে একাধিক নতুন যানবাহন।
জেলা পুলিশের জোর তৎপরতায় গোয়াইনঘাটের জাফলংয়ের আলোচিত পর্যটক হত্যা মামলা, ওসমানীনগরে ক্লু-লেস নিরীহ সিএনজিচালিত অটোরিকসা চালক হত্যা মামলা এবং বিশ্বনাথে ক্লু-লেস সিয়াম হত্যা মামলার রহস্য উদঘাটনসহ অপরাধে জড়িত আসামীদের গ্রেপ্তার করা হয়। গোয়াইনঘাটের অপহৃত ১৪ মাস বয়সী শিশুকে মায়ের কোলে তুলে দিতে পেরে মা-বাবার মতো আমিও আনন্দ অশ্রুতে সিক্ত হয়েছি। ৩৩ বছর ধরে পালিয়ে বেড়ানো হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী যেমন ধরা পড়েছে জেলা পুলিশের জালে, তেমনি নোয়াখালীর দুর্গম নিঝুম দ্বীপে আশ্রয় নিয়েও গ্রেপ্তার এড়াতে পারেনি জকিগঞ্জের আলোচিত লিচু হত্যা মামলার আসামীরা।’
পুলিশ সুপার বলেন, ‘এ ছাড়া সিলেটের প্রবাসীদের তাৎক্ষণিক ও সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য হট লাইন নম্বার (+৮৮০১৩২০১১৭৯৭৯) চালু করা হয়েছে। প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে প্রবাসীদের দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা সমাধানে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। বিদেশে গমনকারী ও গমন ইচ্ছুক লক্ষাধিক নাগরিকদের ভেরিফিকেশন সম্পন্ন করে ই-পাসপোর্ট দেওয়া হয়েছে। ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমে ৮৩ হাজারের বেশি পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে।’
খোলা চিঠিতে তিনি আরও বলেন, ‘নিয়মিত পুলিশিংয়ের পাশাপাশি নানামুখী জনবান্ধব কর্মসূচীতে জেলা পুলিশকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি। সাম্প্রতিক সময়ে সিলেটে চলমান বন্যা পরিস্থিতিতে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছি। বন্যা কবলিতদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে পৌঁছানোসহ ১০ হাজারের বেশি বানভাসি মানুষদের মধ্যে কুকড ফুড ও শুকনো খাবার সরবরাহ করা হয়েছ। পুলিশের নিজস্ব চিকিৎসকদের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে এক হাজারের বেশি বানভাসি মানুষের স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে।’
সিলেটের পুলিশ সুপার হিসেবে কাজ করার সুযোগ গৌরবময় ও মর্যাদাপূর্ণ উল্লেখ করে বিদায়ী পুলিশ সুপার খোলা চিঠির শেষে বলেন, ‘বিগত দিনে আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং নতুন কর্মস্থল ঢাকা মেট্রোপলিটন পুলিশে রাজধানীবাসীর নিরাপত্তায় যেন নিয়োজিত থাকতে পারি সেজন্য আপনাদের দোয়া প্রত্যাশা করছি। সিলেটের সার্বিক উন্নয়ন ও সম্মানিত নাগরিকদের মঙ্গল কামনা করি।’
নামাজের সময়সূচি
> ফজর- ৪:২৭ মিনিট।
> জোহর- ১১:৪৯ মিনিট।
> আসর- ৪:১৩ মিনিট।
> মাগরিব- ৬:0৩ মিনিট।
> ইশা- ৭:০৬ মিনিট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest