সিলেটে বন্যা : দিনে আশা, রাতে শঙ্কা

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৪

সিলেটে বন্যা : দিনে আশা, রাতে শঙ্কা

নিউজ ডেস্ক : গেল ৩৬ দিনে তৃতীয়বারের মত বন্যার কবলে পড়েছে সিলেট। চলমান বন্যায় সিলেটে সাড়ে ৬ লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। এরই মাঝে অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে গত সোমবার নতুন করে বেড়েছে নদ নদীর পানি। দিনভর ভারী বৃষ্টি না হলেও পাহাড়ি ঢলের কারণে দুইটি নদীর ছয়টি পয়েন্টের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

এদিকে আজ বুধবার (৩ জুলাই) সিলেটের আকাশ রৌদ্রজ্জল থাকায় অনেক জায়গায় পানি কিছুটা কমেছিলো। তবে সন্ধ্যার পর থেকে আবারও শুরু হয় ঢানা বৃষ্টি। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ছয়টা) বৃষ্টি অব্যাহত আছে। আর এতে সিলেটবাসীর মধ্যে দেখা দিয়েছে শঙ্কা।

 

বুধবার (৩ জুলাই) জেলা প্রশাসন জানিয়েছে, জেলার ১৩ উপজেলায় ৯১টি ইউনিয়ন বন্যায় প্লাবিত। ১ হাজার ১৬০টি গ্রামের ৬ লাখ ৪৯ হাজার ৩৭৮ জন মানুষ বন্যায় আক্রান্ত। জেলার ৬৪৬টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত ৮ হাজার ৮২৮ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

 

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সুরমা ও কুশিয়ারা নদীর ৬টি পয়েন্টের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টের পানি বিপৎসীমার ১১৬ সে.মি. এবং সিলেট পয়েন্টের পানি বিপৎসীমার ৪ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারার পানি আমলশীদ পয়েন্টে ১৪২ সে.মি, এ নদীর শেওলা, ফেঞ্চুগঞ্জ ও শেরপুর পয়েন্টে পানি ৪৩, ৯৯ ও ১৯ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে সিলেটে গত ২৪ ঘন্টায় ২৫ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারী বৃষ্টি হয়নি।

 

তবে আবহাওয়া অধিদপ্তর এক তথ্যে জানিয়েছে জুলাই মাসের প্রায় পুরো সময়জুড়ে সিলেটে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন