প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত আল্লামা আবু জাফর মুহাম্মদ নুমান’র অবসরগ্রহণ উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার (অবসরপ্রাপ্ত অধ্যক্ষ) হযরত মাওলানা শফিকুর রহমান এর সভাপতিত্বে ও আরবি প্রভাষক মাওলানা হাফিয শফিকুল ইসলাম ও সহকারি শিক্ষক (খন্ডকালীন) মাওলানা শামিম আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আল্লামা মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী এমপি।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত আল্লামা আবু জাফর মুহাম্মদ নুমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহের মুহতারাম মহাসচিব হযরত মাওলানা এ কে এম মনোওর আলী।
স্বাগত বক্তব্য রাখেন নব নিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষধের ডীন প্রফেসর ড. রইছ উদ্দিন, সুনামগঞ্জ জেলার শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সিলেট জেলার শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ, ফতেহপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শামছুদ্দোহা, চান্দাইরপাড়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছারওয়ারে জাহান, হযরত শাহজালাল দারুস্ সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ কুতুবুল আলম, আমজদ উল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্জ নেছার আহমদ, ১নং লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরি, মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত, মাওলানা মুহাম্মদ মুনির উদ্দিন, আলীনুর হোসেন বিপ্লব (বাংলা), বুরাইয়া কামিল মাদরাসার মুুহাদ্দিস মাওলানা আবুল খয়ের মুহাম্মদ নুমান, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান শাহীদুল মুরছালিন, ছাতক জালালিয়া ফাযিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আলী আসগর খান, কালারুকা লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সুফিনগর দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা ছাদিকুর রহমান অলংকারী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিজ নজির আহমদ হেলাল, সৎপুর কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. মোস্তফা হোসেন, ইবি প্রধান মাওলানা মুহাম্মদ আলী, লন্ডন প্রবাসী আব্দুল বাছির আল মাছুম, সাহেদ আহমদ, ভূরকী মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক মাওলানা শফিকুর রহমান সিরাজী, ছাতক উত্তর উপজেলা আল ইসলাহ দায়িত্বশীল মাওলানা নাজমুল হক নসিব, বর্তমান ছাত্রদের পক্ষথেকে বক্তব্য রাখেন কামিল ফিকহ বিভাগের ছাত্র মুহাম্মদ দেলোয়ার হোসাইন।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, মাস্টার্স এর ছাত্র আব্দুল ওয়াহাব, অনার্স ৪র্থ বর্ষের ছাত্র জহুর উদ্দিন, ফাযিল ৩য় বর্ষের ছাত্র ও হুসাইনিয়া ছাত্র সংসদের যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইউসুফ খান, অনার্স ৩য় বর্ষের ছাত্র ও হুসাইনিয়া ছাত্র সংসদের সহ সম্পাদক ইমরান আহমদ, অনার্স ২য় বর্ষের ছাত্র লায়েক আহমদ সোহাগ, আলিম পরীক্ষার্থী ছাত্র রেদ্বওয়ান আহমদ চৌধুরী, আলিম ১ম বর্ষের ছাত্র রোহান আহমদ, দাখিল পরীক্ষার্থী ছাত্র ফিদাউর রহমান মিনহাজ। অরোও উপস্থিত ছিলেন, সৎপুর কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মোবাশ্বির আলী, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আত্বহার, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ, সৎপুর কামিল মাদরাসার গভনিংবডির সহ সভাপতি মাওলানা আ.ফ.ম. আব্দুল্লাহ, রাখালগঞ্জ ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, হলিয়ার পাড়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. মঈনুল ইসলাম পারভেজ, খরিদিচর সিনিয়র আলিম মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আফতাব উদ্দিন আল ফারুক, ছাতক জালালিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, দুনামগঞ্জ দ্বীনী ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলীনূর হোসেন, সৎপুর কামিল মাদরাসার মুুহাদ্দিস মাওলানা গোলাম মওলা, কুরুয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আক্তার আলী, সিংগের কাছ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছে, আল ইসলাহ কেন্দ্রীয় পরিষদের দায়িত্বশীল মাওলানা আতাউর রহমান আতা, এলাহাবাদ আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা হরমুজ আলী, সৎপুর কামিল মাদরাসার ইংরেজি প্রভাষক মো. বিল্লাল হুসেন, প্রভাষক ইসলামের ইতিহাস মো. হাবিবুর রহমান, প্রভাষক আরবি মাওলানা তাজুল ইসলাম, মো. আব্দুর রহমান, সুফিনগর দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুস সালাম, কালারুকা লতিফিয়া দাখিল মাদরাসার সহ- সুপার মাওলানা আজিজুর রহমান ধনপুরী, গাবুরগাঁও দাখিল মাদরাসার সহ-সুপার হাফিজ ছয়ফুল আলম, ৭ নং ওয়ার্ডের মেম্বার ও মাদরাসার গভনিংবডির বিদ্যুৎসাহী সদস্য এনামুল হক এনাম, ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ফয়ছল আহমদ, গভনিংবডির অভিভাবক সদস্য আতাউর রহমান, সোনাফর আলী, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হাফিজ ইয়াহিয়া, সৎপুর কামিল মাদরাসার শিক্ষক আব্দুল হান্নান, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা মিসবাহুদ্দীন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, ইবতেদায়ী শিক্ষক মাওলানা আ.ফ.ম. ছলমান, সুলাইমান হোসেন, মাওলানা হাবিবুর রহমান, এখলাছুর রহমান খন্ডকালীন শিক্ষক মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দীন,ভুরকি দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফয়জুল হক প্রমূখ।
সহ বিভিন্ন মাদরাসা, কলেজ ও স্কুলের প্রধানগণ এলাকার মুরব্বিয়ান, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
কেরাত পরিবেশন করেন দাখিল পরীক্ষার্থী ছাত্র হাফিজ আবু সুফিয়ান মাছুম ও দাখিল দশম শ্রেণীর ছাত্র শাহ আনহার হোসেন, হামদ নাত ও মর্সিয়া পরিবেশন করেন আল হুসাইন মুনশিদ গ্রুপের সদস্যবৃন্দ। -বিজ্ঞপ্তি
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest