প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪
বিনোদন ডেস্ক : সুস্মিতা সেন, বরাবরই ভক্তমনে তিনি ঝড় তুলে এসেছেন। বোল্ড, স্মার্ট, স্টাইল আইক্যুন সুন্দরী লক্ষ লক্ষ পুরুষের মনে বাস করেন। তবে তিনি নিজের জীবনে কাউকে জায়গা করে দেওয়ার ক্ষেত্রে বেশ আশা হত। সদ্য এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায় সুস্মিতা সেনকে। কখনও ললিত মোদী, কখনও আবার রহমান শল, নানা পুরুষের সঙ্গে তার নাম জড়িয়ে পড়তেই বর্তমানে তিনি একাই।
সম্প্রতি এই খবরে সিলমোহর দিয়ে তিনি জানিয়েছেন, ‘আমার জীবনে কোনও পুরুষ নেই। বেশ কিছুদিন ধরেই আমি সিঙ্গল। তা প্রায় দু’বছর হয়ে গেল আমি একা, ২০২১ সাল থেকে আমি কোনও সম্পর্কে নেই।’
তবে তা নিয়ে খুব একটা আক্ষেপ করতে দেখা যায় না তাকে। বরং নিজের চারিপাশে থাকা কাছের মানুষদের নিয়ে গর্ব করে তিনি বললেন, ‘আমার জীবনে কিছু চমৎকার মানুষ আছেন যারা আমার বন্ধু। তারা সকলেই অপেক্ষায় থাকেন, কখন আমি ওদের ফোন করে বলব, দেখ, আমি গাড়ি বের করছি, পিছনের সিটে এসে বস। আমরা গোয়ায় যাব।’
তবে সুস্মিতার জীবনে সম্পর্কের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। তাই সম্পর্ক নিয়ে এখনই কোনও সিদ্ধান্তে যেতে চাইছেন না অভিনেত্রী। বললেন, ‘এই মুহূর্তে আমি কারও প্রতি আগ্রহী নই। বিরতি নেওয়ার মূল কারণ আমি প্রায় ৫ বছর ধরে সম্পর্কে ছিলাম। বন্ধুই রয়েছি! সম্পর্ক অনেক আগেই শেষ।’
সুস্মিতা আরও জানান, তিনি সম্পর্কের ক্ষেত্রে নিজেকে অনেকটা উজার করে দেন। ভালোবাসা, যত্ন, এনার্জি থেকে শুরু করে সন্তানদের জীবনেও প্রবেশ করতে দেন। তবে যখনই তিনি বুঝতে পারেন সম্পর্কটি তার জন্য বিষাক্ত হয়ে উঠছে, তখন কোনও অনুশোচনা এবং অপরাধবোধ ছাড়াই সেখান থেকে দূরে চলে যান।
সুস্মিতা স্পষ্ট জানান, তিনি বিশ্বাসঘাতকতা নিতে পারেন না। তার কথায়, সততা শ্রদ্ধার সমান। যদি কেউ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে তিনি তা টিকিয়ে রাখতে চান না।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest