শীতে উষ্ণতা ছড়াচ্ছে খোলামেলা জয়া

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৪

শীতে উষ্ণতা ছড়াচ্ছে খোলামেলা জয়া

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পোশাক-আশাকে অনেকটাই শৌখিন এ অভিনেত্রী। প্রায়ই ভিন্ন রূপে নিজেকে মেলে ধরেন জয়া। কিছুদিন আগে ভারতের এক ফিল্মফেয়ার অনুষ্ঠানে ভিন্নভাবে জামদানি পরে শাড়ির ফ্যাশনে নতুনত্ব তুলে ধরেছিলেন। যা নিয়ে নানা সমালোচনার মুখে পড়তে হয় জয়াকে।

 

জয়ার জামদানির সেই সমালোচনার রেশ সেভাবে না কাটতে আবারও ভিন্নভাবে শাড়ি পরে বিরূপ মন্তব্যের শিকার হলেন অভিনেত্রী। সদ্য সামাজিক মাধ্যমে চোখ পড়তেই পাতায় পাতায় ভেসে বেড়াচ্ছে হলদে জয়ার নতুন অবতার।

 

জয়া বললে, শাড়ি পরার ফ্যাশনে ভিন্নতা এনেছেন জয়া। দেশি জামদানির পর এবার জয়ার শাড়িতে উঠে এল এক রাজকীয় আবহ। কিন্তু এরপরও ঘটে বিপত্তি। কারণ, পরনের হলুদ ব্লাউজের শাড়িটি অনেকটা খোলামেলা রেখেই পরেছেন জয়া। তাতে এমন সাহসী অবতারে দেখে বিভিন্ন ধরণের মন্তব্য আসতে থাকে নেটিজেনদের কাছ থেকে।

 

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে একাধিক ছবি শেয়ার করেন জয়া আহসান। ক্যাপশনে জয়া লেখেন, ‘রাজা রবি বর্মার আইকনিক পেইন্টিং থেকে অনুপ্রেরিত। সেই আধুনিক শৈলীর সাথে পুরোনো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করলাম।’

 

বলা বাহুল্য, জয়াকে এমন অবতারে দেখে নেটিজেনদের মাঝে যে রীতিমতো উত্তাপ ছড়িয়ে পড়েছে, তাতে সন্দেহ নেই। সঙ্গে রয়েছে সমালোচনা।

 

নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, শীতের দিনে এমন সাজ, ঠান্ডা লাগে না?
আরেক নেটিজেনের মন্তব্য, বেশি সাহসী রূপে ধরা দিয়েছেন। শাড়ি, ব্লাউজটা সুন্দর- তবে বেশি খোলামেলা না হলেও পারতেন।

 

তবে জয়ার এই সাজের প্রশংসাও করেছেন অনেকে। এমন রাজকীয় সাজে জয়াকে এভাবে দেখা যায়নি। যদিও ভালো-মন্দ কোনো মন্তব্যকেই পাত্তা দেন না জয়া।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন