সিলেট-তামাবিল সড়কে নিয়ন্ত্রণ হারালো প্রাইভেট কার, হতাহত একাধিক

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৪

সিলেট-তামাবিল সড়কে নিয়ন্ত্রণ হারালো প্রাইভেট কার, হতাহত একাধিক

নিউজ ডেস্ক : সিলেট-তামাবিল সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে দুজন মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে। তবে স্থানীয়রা বলছেন- মারা গেছেন ৪ জন।

 

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক এলাকায় সিলেট-তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনা ও দুজন মৃত্যুর বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার কয়েকজন ছাত্রদল নেতাকর্মী প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-গ ১৩৩৮৫৪) জাফলং যাচ্ছিলেন। পথিমধ্যে বাঘেরসড়ক এলাকায় তাদের কারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে চালকসহ সবাই হতাহত হয়েছেন। তাদের নাম এখনো জানা যায়নি।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন